ভারতের প্রাকৃতিক ভূগোল – WBCS Preliminary Question Paper

 

ভারতের প্রাকৃতিক ভূগোল - WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

  1. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী ?

(A) কল্লেরু হ্রদ      

(B) পুলিকট হ্রদ       

(C) চিলিকা হ্রদ       

(D) লোকতাক হ্রদ

 

55. নীচের একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হল :

1. এটির ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস ।

2. এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত হয় ।

3. এটি একটি শোন নদীর শাখা নদী ।

  উপরের তথ্যভিত্তিতে নদীটি চিহ্নিত করুন.:

(A) উত্তর কোয়েল নদী     

(B) মোচি নদী      

(C) মহানন্দা নদী      

(D) মহাদায়ী নদী

 

  1. চুম্বি উপত্যাকা কোন সীমান্তে রয়েছে ?

(A) সিকিমভুটান     

(B) নেপাল – সিকিম       

(C) বিহার – নেপাল      

(D) অসম – বাংলাদেশ

 

  1. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত ?

(A) নাগপুর        

(B) পুনে      

(C) দেরাদুন      

(D) ব্যাঙ্গালুরু

 

  1. পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত ?

(A) ছোট আন্দামান-এ     

(B) বৃহৎ নিকোবর-এ      

(C) দক্ষিণ আন্দামান     

(D) উত্তর আন্দামান-এ

 

 

 

WBCS Preliminary Question – 2019

  1. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার

(A) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি     

(B) পুরাতন পলি     

(C) নতুন পলি      

(D) কর্দমাক্ত অঞ্চল

 

  1. নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় ?

(A) ভিতর কণিকা : অলিভ রিডলে কচ্ছপ

(B) দলমা পাহাড় : বন্য হাতি

(C) কাজিরাঙ্গা : একশৃঙ্গ গন্ডার

(D) দচিগাম : এশীয় সিংহ

 

  1. নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি ?

(A) মিজোরাম      

(B) ত্রিপুরা     

(C) ওড়িশা     

(D) মধ্যপ্রদেশ

 

  1. শোলা অরণ্য দেখা যায়

(A) হিমালয় পর্বতে      

(B) পশ্চিমঘাট পর্বতে      

(C) বিন্ধ্য পর্বতে     

(D) পূর্বঘাট পর্বতে

 

  1. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?

(A) গোদাবরী ও কাবেরীর      

(B) গোদাবরী কৃষ্ণার মধ্যে    

(C) কৃষ্ণা ও কাবেরীর মধ্যে     

(D) মহানদী ও গোদাবরীর মধ্যে

 

  1. লাক্ষা দ্বীপপুঞ্জ হল

(A) প্রবাল দ্বীপপুঞ্জ     

(B) আগ্নেয় দ্বীপপুঞ্জ      

(C) টেকটনিক দ্বীপপুঞ্জ      

(D) পলিগঠিত দ্বীপপুঞ্জ

 

  1. নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ?

(A) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ বনভূমি

(B) ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি

(C) পার্বত্য অঞ্চলে আদ্র নাতিশীতোষ্ণ বনভূমি

(D) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি

 

  1. শিলং শহর অবস্থিত

(A) নাগা পর্বতে      

(B) গারো পর্বতে    

(C) খাসি পর্বতে     

(D) মিকির পর্বতে

 

 

 

WBCS Preliminary Question – 2018

  1. ভূতত্ত্ববিদগণের মতে কোশী নদীর গতিপথ পরিবর্তনের ফল

(A) গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত

(B) উত্তরবঙ্গের তিস্তা নদীর বন্যা

(C) কলকাতা বন্দরের অবনতি

(D) গ্যাংটক ও দার্জিলিং অঞ্চলের ভূমিকম্প

 

  1. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে

(A) মহানন্দা নদী      

(B) জলঙ্গী নদী        

(C) ভাগীরথী নদী       

(D) মাথাভাঙ্গা নদী

 

  1. ছোটোনাগপুর মালভূমি গঠিত প্রধানত

(A) বেলে পাথর, চুনাপাথর ও শেল দ্বারা

(B) গ্রানাইট, চুনাপাথর ও ডোলোমাইট দ্বারা

(C) আর্কাইন যুগের গ্রানাইট  নিস প্রভৃতি দ্বারা

(D) গোণ্ডয়ানা কয়লা, বেলেপাথর ও চুনাপাথর দ্বারা

 

  1. চিলকা হ্রদ হল

(A) নোনা জলের হ্রদ

(B) স্বাদু জলের হ্রদ

(C) বর্ষাকালে স্বাদু জলের হ্রদ

(D) গীষ্মকালে নোনা জলের হ্রদ

 

  1. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :

(A) কারাকোরাম     

(B) কাশ্মীর       

(C) গডউইন অস্টিন       

(D) কেনিথ

 

  1. ভারত ও মায়্নামারের মধ্যে _____ পর্বতশ্রেণি অবস্থিত

(A) লুসাই     

(B) নামচা বারোয়া      

(C) খাসি      

(D) তুরা

 

  1. রোহিলখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত ।

(A) গুজরাট সমভূমি     

(B) আরাবল্লির পশ্চিম পাদদেশ     

(C) উত্তর প্রদেশের উত্তরাঞ্চল      

(D) বিহার

 

  1. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ

(A) স্যাডেল শৃঙ্গ       

(B) ডায়াবোল শৃঙ্গ      

(C) কার নিকোবর       

(D) উপরের কোনোটিই নয়

 

  1. ‘ডলফিন নোজ’ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে

(A) পর্যটন কেন্দ্র

(B) পুরাতাত্ত্বিক কেন্দ্র

(C) জাহাজ শিল্প উন্নতি বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল

(D) বন্দরের মাল পারাপারের জন্য রোপওয়ে

 

  1. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি

(A) আন্দামান দ্বীপ      

(B) নিকোবর দ্বীপ      

(C) ব্যারন দ্বীপ        

(D) পাম্বন দ্বীপ

 

 

 

WBCS Preliminary Question – 2017

  1. দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো—

(A) মিজোরাম       

(B) মণিপুর       

(C) নাগাল্যান্ড        

(D) অরুণাচল প্রদেশ

 

  1. ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে ?

(A) মেঘালয়      

(B) কেরালা        

(C) রাজস্থান       

(D) পশ্চিমবঙ্গ

 

  1. জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান —

(A) প্রথম      

(B) দ্বিতীয়      

(C) সপ্তম     

(D) অষ্টম

 

  1. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়—

(A) জুন মাসের 1 – 5 তারিখের মধ্যে 

(B) জুন মাসের 5 – 10 তারিখের মধ্যে

(C) জুন মাসের 10 – 15 তারিখের মধ্যে

(D) জুন মাসের 15 – 20 তারিখের মধ্যে  

 

  1. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে—

(A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা      

(B) লোহিত বা লাল মৃত্তিকা       

(C) কৃষ্ণ মৃত্তিকা        

(D) পলি মৃত্তিকা

 

  1. ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ । এখানে ‘ঘাট’ কথাটির অর্থ হলো —

(A) বন্দর      

(B) সিঁড়ি      

(C) বিচ্যুতি      

(D) ফাঁক বা পথ  

 

  1. পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো —

(A) 2.4 শতাংশ      

(B) 2.8 শতাংশ     

(C) 3.2 শতাংশ       

(D) 3.6 শতাংশ

 

 

WBCS Preliminary Question – 2016

  1. ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?

(A) শতদ্রু       

(B) গঙ্গা       

(C) বিপাশা      

(D) ইরাবতী

 

  1. নীচের কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?

(A) ছোটনাগপুর মালভূমি     

(B) খাসি পাহাড় (Kasi Hills)     

(C) পূর্বঘাট পর্বত      

(D) কচ্ছ (Kuch)

 

  1. শিলং মালভূমি ‘মেঘালয়’ নামে পরিচিত । কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন ?

(A) ও এইচ কে স্পেট      

(B) এস পি চ্যাটার্জী    

(C) ডি এন ওয়াদিয়া      

(D) আর এল সিং

 

  1. অমরকন্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে (পশ্চিম এবং পূর্ব) নদী দুটি হল —

(A) নর্মদা এবং তাপ্তী       

(B) নর্মদা এবং মহানদী       

(C) তাপ্তী এবং বেতোয়া      

(D) তাপ্তী এবং শোন

 

  1. কোন পর্বতশ্রেণির ভিন্ন ঢালে (দুই দিকের) স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় ?

(A) আরাবল্লী       

(B) বিন্ধ্য       

(C) পূর্বঘাট      

(D) পশ্চিমঘাট

 

  1. এক ব্যক্তি ভারতের উপর দিয়ে আকাশপথে যাওয়ার সময় স্বাভাবিক উদ্ভিদের নিম্নলিখিত ক্রম লক্ষ্য করল— চিরহরিৎ অরণ্য, সাভানা, শুষ্ক পর্ণমোচী, পর্ণমোচী । তার উড়ানপথ হবে—

(A) কলকাতা থেকে দিল্লী     

(B) মুম্বাই থেকে ভুবনেশ্বর        

(C) ত্রিবান্দম থেকে দিল্লি     

(D) দিল্লি থেকে মাদুরাই

 

  1. ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে —

(A) উত্তরপ্রদেশ       

(B) মধ্যপ্রদেশ        

(C) রাজস্থান      

(D) গুজরাট

 

  1. নীচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু ?

(A) জাভাদি পর্বতমালা     

(B) আনাইমালাই পর্বতমালা       

(C) নীলগিরি পর্বতমালা     

(D) শিভারয় পর্বতমালা

 

 

 

 

 

 

 

 

en English

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Chat