বর্তমান ঘটনা ও সংবাদ – WBCS Preliminary Question Paper

 

বর্তমান ঘটনা ও সংবাদ - WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

  1. 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘুর্ণাবর্ত হয়েছে তার নাম হল

(A) Fani       

(B) Bulbul       

(C) Phinge      

(D) Sumi

 

  1. ‘NATGRID’ শুরু হবে

(A) 31শে ডিসেম্বর 2020-এর মধ্যে

(B) 31শে ডিসেম্বর 2019 -এর মধ্যে 

(C) 31শে মার্চ 2020-এর মধ্যে

(D) 15ই আগস্ট 2020-এর মধ্যে

 

  1. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন ?

(A) লাল্লুজী লাল      

(B) পদ্মাকর ভট্ট      

(C) প্রেমচাঁদ       

(D) হরিশচন্দ্র

 

  1. ‘FACT Check Module’ -এর লক্ষ্য হল

(A) বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ন্ত্রণ করতে ।

(B) অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা ।

(C) সমাজের বিবিধ সংস্কৃতির মধ্যে সংহতি উৎসাহিত করতে ।

(D) ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে

 

  1. বর্তমানে ভারতের অর্থমন্ত্রী হলেন

(A) অরুণ জেটলি       

(B) নির্মলা সিতারামন      

(C) পি. চিদাম্বরম      

(D) প্রণব মুখার্জী

 

  1. ‘Fit India Movement’ August 2019 -এ শুরু করে

(A) কপিলদেব       

(B) সৌরভ গাঙ্গুলী       

(C) নরেন্দ্র মোদী (প্রধানমন্ত্রী)      

(D) বিরাট কোহলি

 

  1. National Institute of Disaster Management বা NIDM পূর্বে নামাঙ্কিত ছিল :

(A) National Centre of Disaster Management

(B) National Council of Disaster Management

(C) National Committee for Disaster Management

(D) National Task Force on Disaster Management

 

  1. ভারতের 70তম সংবিধান দিবস পালিত হয় / হবে

(A) 2020       

(B) 2018      

(C) 2017       

(D) 2019

 

  1. পশ্চিমবঙ্গের গভর্নর হলেন

(A) নুরুল হাসান     

(B) রাজনারায়ণ সিং     

(C) কেশরীনাথ ত্রিপাঠী        

(D) জগদীপ ধনখড়

 

  1. ভারত কর্তৃক ‘typhoid vaccine’ যা ‘WHO’ অনুমোদিত, প্রথম যে দেশ সূচনা করেছিল

(A) নেপাল      

(B) বাংলাদেশ     

(C) মায়ানমার       

(D) পাকিস্তান

 

  1. ‘FACT Check Module’ -এর চার নীতি হল

(A) Follow, assimilate, control and terminate

(B) Find, assess, create and target

(C) Follow, assess, control and terminate

(D) Find, assess, caution and train

 

  1. আসাম সরকারের ‘Arundhoti Swarna Yojana’ যা 1st January 2020 তে শুরু হবে যার উদ্দেশ্য হল

(A) পাত্রদের উৎসাহিত করা অসমীয় মেয়েদের বিয়ে করতে ।

(B) পাত্রীদের উৎসাহিত করা তাদের বিয়েকে নথিভুক্ত করতে

(C) প্রার্থীদের সোনা কিনতে উৎসাহিত করতে ।

(D) পরিবারকে উৎসাহিত করতে বাড়ির কন্যাকে ১৮ বছরের পরে বিয়ে দিতে ।

 

  1. ‘IFFA’ র ‘Golden Jubilee’ শিরোপা, 2019 যাকে প্রদান করা হয়েছে

(A) জয়া ভাদুড়ী      

(B) অমিতাভ বচ্চন         

(C) রজনীকান্ত       

(D) জিতেন্দ্র

 

  1. নীচের কোন সৈকতটি নীল-পতাকা শংসাপত্র পাওয়ার জন্য এশিয়াতে প্রথম হয়েছে ?

(A) আরামবোল সৈকত, গোয়া

(B) চন্দ্রভাগা সৈকত, ওড়িশা 

(C) চিওলা সৈকত, মহারাষ্ট্র

(D) উপরের কোনোটিই নয়

 

  1. ‘ISRO’ সম্প্রতি Cartosat-3 কে উৎক্ষেপণ করেছে

(A) শ্রীহরিকোটা থেকে     

(B) বালেশ্বর থেকে      

(C) আমেদাবাদ থেকে     

(D) ট্রম্বে থেকে

 

  1. ‘DEFCOM’ যুগ্মভাবে পরিচালনা করে

(A) Indian Defence Forces and I.I.T.s

(B) Indian Defence Forces and I.I.Sc

(C) Corps of signals and confederation of Indian Industry (C.I.I.)

(D) Armed Forces and Ministry of Information

 

 

 

WBCS Preliminary Question – 2019

  1. Hausla 2018 সম্পর্কীয় নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করো —

1. It is an initiative of Ministry of Minority Affairs.

2. It provides a platform to children living in Child Care Institutions (CCIs) to showcase their skills.

  এই বিবৃতিগুলির মধ্যে কোনটি/কোনগুলি সঠিক ?

(A) কেবলমাত্র 1      

(B) কেবলমাত্র 2     

(C) 1 এবং 2 উভয়ই      

(D) 1 বা 2 কোনোটিই নয়

 

  1. অতি সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক প্রকাশিত ‘Ease of Doing Business Report 2019’ অনুযায়ী ভারতের স্থান

(A) 67 তম       

(B) 77 তম      

(C) 87 তম     

(D) 100 তম

 

  1. Regional Comprehensive Economic Programme (RCEP) সম্পর্কিত বিবৃতিগুলি বিচার করো ।

1. It is an economic cooperation for the China led free trade.

2. It is a counter cooperation for the America led trans-Pacific partnership.

3. In the countries involved in this cooperation Indian Professionals will have job market.

  নিম্নলিখিত code ব্যবহার করে সঠিক উত্তর নির্দেশ করো ।

(A) কেবলমাত্র 1 এবং 2      

(B) কেবলমাত্র 1 এবং 3      

(C) কেবলমাত্র 2 এবং 3       

(D) উপরের সবগুলি

 

  1. নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত — ‘Agricultural Marketing and Farm Friendly Reforms Index’ ?

(A) NITI Aayog

(B) Ministry of Agriculture

(C) Commission for Agricultural Costs and Prices (CACP)

(D) কোনোটিই নয়

 

  1. 2018 -য় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য কোন অভিনেতা একাডেমী পুরস্কার পান ?

(A) স্যম রকওয়েল     

(B) লী স্মীথ     

(C) আলেকজান্ডার দেস্প্ল্যাত     

(D) রিচার্ড কিং

 

  1. 2018 সালে সাহিত্যে পুলিৎজার পুরস্কার পেলেন কোন সাহিত্যিক ?

(A) অ্যান্ড্রেউ সিন গ্রিয়ার     

(B) ঝুম্পা লাহিড়ী      

(C) অরবিন্দ এডিগা      

(D) হারনান ডিয়াজ  

 

  1. আগামী জি 20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে ?

(A) ওসাকা      

(B) ওকলাহোমা      

(C) ওরলিয়েন্স      

(D) ওসলো

 

  1. ‘ফ্লাড অফ ফায়ার’ বইটি কার লেখা ?

(A) অমিত মিত্র     

(B) অমিত চৌধুরী         

(C) অমিতাভ ঘোষ       

(D) অতুল কে ঠাকুর

 

  1. UNICEF -এর নবনিযুক্ত Goodwill Ambassador কে ?

(A) মিলি ববি ব্রাউন      

(B) ডমিনিক লাপিয়ের      

(C) দীপিকা পাড়ুকোন       

(D) সালমা হায়েক

 

  1. চিনে বর্তমানে ভারতের রাষ্ট্রদূত কে ?

(A) বিজয় গোখলে       

(B) বিক্রম মিস্রী     

(C) বিজয় অরোরা       

(D) রামেন্দ্র সিং

 

  1. আই এম এফ -এর অধ্যক্ষ কে ?

(A) হরস্ট কোহলার      

(B) রডরিগো র‍্যাটো       

(C) ডমিনিক স্ট্রাউস       

(D) খ্রিস্টিন লাগার্দে

 

  1. মালদ্বীপের রাষ্ট্রপতির নাম কী ?

(A) ইব্রাহীম মোহাম্মেদ সলিহ      

(B) ইব্রাহীম নাসের     

(C) মোহাম্মেদ নাসীদ      

(D) আব্দাল্লা ইয়ামেন

 

  1. মিউনিখ গণহত্যার সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

(A) গোল্ডা মেয়ের       

(B) ডেভিড বেন-গুরিয়ন       

(C) লেভি এশকল      

(D) শিমন পেরেস

 

  1. বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব কে ?

(A) মাইক পম্পেও      

(B) রেক্স টিলারসন      

(C) হিলারি রোঢাম ক্লিন্টন      

(D) ওয়ারেন ক্রিস্টফার

 

  1. কে 2019 -এর এপ্রিল পর্যন্ত জাপানের সম্রাট থাকবেন ?

(A) মুতসুহিতো        

(B) আকিহিতো     

(C) হিরোহিতো       

(D) মিচিকো

 

  1. দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কী ?

(A) মুন জে ইন      

(B) লি জে মিউং      

(C) বান কি মুন       

(D) আহন চেওল সু

 

  1. প্রেসিডেন্ট ট্রাম্প কবে ‘এশিয়া রিয়াসুরেন্স ইনিশিয়েটিভ অ্যাক্ট’ -কে স্বাক্ষর করে আইনে পরিণত করেন ?

(A) 31শে ডিসেম্বর 2018     

(B) 31শে অক্টোবর 2018     

(C) 31শে জুলাই 2018      

(D) 31শে আগস্ট 2018 

 

  1. সুপ্রিম কোর্টের শবরিমালা রায়ে কোন বিচারপতি ভিন্নমত পোষণ করেছেন ?

(A) বিচারপতি ইন্দিরা ব্যানার্জী    

(B) বিচারপতি নারিমান     

(C) বিচারপতি খানুইল্কার      

(D) বিচারপতি ইন্দু মালহোত্রা

 

  1. এঁদের মধ্যে কে এ.আই.এম.আই.এম -এর নেতা ?

(A) জুল্ফিকর আলি      

(B) আসাদুদ্দীন ওয়েসি      

(C) ওয়েসুদ্দীন সিদ্দীকি       

(D) দিনকার রাই

 

  1. 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক ?

(A) বিক্রম শেঠ       

(B) অনিতা দেশাই      

(C) কিরণ দেশাই       

(D) অমিতাভ ঘোষ 

 

 

 

WBCS Preliminary Question – 2018

  1. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ ২০১৭ সালের (FIFA) ফিফা কনফেডেরেশান কাপ জয় করেছিল ?

(A) জার্মানি       

(B) চিলি     

(C) আর্জেন্টিনা      

(D) পর্তুগাল

 

  1. ইসলামিক রাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলির ওপর হ্যাকিং (hacking) আক্রমণ প্রতিরোধের জন্য সর্বপ্রথম সামরিক সাইবার (cyber) বিভাজন গড়ে তুলে ছিল কোন দেশ ?

(A) মালয়েশিয়া       

(B) অষ্ট্রেলিয়া      

(C) ফিলিপাইনস      

(D) জার্মানি

 

  1. ভারত-আফগানিস্তান দ্বিতীয় স্ট্রাটেজিক পার্টনারশিপ কাউন্সিল -এর (Second India – Afghanistan Strategic Partnership Council) সভাপতিত্ব কে করেন ?

(A) সুষমা স্বরাজ       

(B) সাহাবুদ্দিন রাব্বাই       

(C) উপরোক্ত দুজনেই       

(D) উপরের কোনোটিই নয়

 

  1. সাম্প্রতিক ফিফা (FIFA) স্থানাঙ্ক অনুযায়ী ভারতের অবস্থান কী ?

(A) ১০০ তম      

(B) ৯০ তম      

(C) ৯৪ তম     

(D) ৯১ তম

 

  1. মোঙ্গল-স্যাট-১ (Mongol Sat-1) নামক স্যাটেলাইটটি কোন দেশ প্রথম উৎক্ষেপণ করে ?

(A) চিন       

(B) মঙ্গোলিয়া      

(C) তিব্বত      

(D) তুর্কী

 

  1. ২০১৭ সালের ১২ই ডিসেম্বর “কম্পানিয়ন অফ অনার্স” নামক পুরস্কার (Companion of Honours) কোন লেখককে প্রদান করা হয় ?

(A) জে. কে. রাউলিং      

(B) চার্লট ব্রন্টি      

(C) জেন অস্টেন      

(D) রোয়াল্ড ডাহল

 

  1. ২০১৭ সালের জন্যে তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস (ICCR) -এর বিশিষ্ট ভারততাত্ত্বিক পুরস্কার প্রাপক কোন জাপানি অধ্যাপক

(A) হিরোসি মারুই       

(B) হিরোসিমা মারুই       

(C) নাগাসাকি মারুই      

(D) জয়োতা মারুই

 

  1. গ্লাসগো -তে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে কে জয়লাভ করেন ?

(A) পি. ভি. সিন্ধু      

(B) সায়াকা হিরোটা        

(C) নজোমি ওকুহারা        

(D) জিয়া য়িফান

 

  1. ২০১৭ সালের ২৬শে অক্টোবর কোন দেশ আন্তর্জাতিক পাপেট উৎসবের সূচনা করেছিল ?

(A) কলকাতা       

(B) চেন্নাই       

(C) মুম্বাই       

(D) দিল্লি

 

  1. ২০১৭ সালের ‘গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম’ কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে ?

(A) জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচী

(B) নিরাপদ হিমালয়

(C) (A) ও (B) উভয়েই

(D) উপরের কোনোটিই নয়

 

  1. “I do what I do” বইটির লেখক কে ?

(A) প্রণব মুখার্জী      

(B) রঘুরাম জি রাজন      

(C) উর্জিত প্যাটেল      

(D) জগদীশ প্রকাশ

 

  1. সম্প্রতি কোন ব্যাঙ্ক বেঙ্গালুরুতে ‘CANDI’ নামক প্রথম ডিজিটাল ব্রাঞ্চ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করল ?

(A) কানাড়া ব্যাঙ্ক       

(B) অন্ধ্র ব্যাঙ্ক       

(C) দেনা ব্যাঙ্ক      

(D) কর্ণাটক ব্যাঙ্ক

 

  1. 16 তম গ্লোবাল রিটেল ইনডেক্স (2017 সালে প্রকাশিত) অনুযায়ী ভারতের স্থান ?

(A) প্রথম      

(B) দ্বিতীয়      

(C) তৃতীয়      

(D) চতুর্থ

 

  1. ২০১৭ সালের ১লা অক্টোবর কোন দেশ প্রথম সমকামী বিবাহ উদযাপন করে ?

(A) জার্মানি      

(B) অস্ট্রিয়া      

(C) ইতালি     

(D) স্পেন

 

  1. কোন বিষয় নিয়ে ২০১৭ সালের আন্তর্জাতিক শান্তি দিবস (International Day of Peace) পালিত হয় ?

(A) ’শান্তির জন্য একত্রিত : সকলের জন্য শ্রদ্ধা, নিরাপত্তা মর্যাদা’

(B) ’শান্তির জন্য সমবেত  : সকলের জন্য শ্রদ্ধা, নিরাপত্তা ও মর্যাদা’

(C) ’শান্তির জন্যে একত্রিত : সকলের জন্য শ্রদ্ধা, মর্যাদা ও নিরাপত্তা ’

(D) ’শান্তির জন্যে একত্রিত : সকলের জন্য মর্যাদা, শ্রদ্ধা ও নিরাপত্তা ’.

 

  1. দীপা কর্মকার, সাক্ষী মালিক ও পি.ভি. সিন্ধুকে নিয়ে ভারতীয় ডাক বিভাগ যে বিশেষ প্রচ্ছদ তৈরি করেছে তার নাম কী ?

(A) গোল্ডেন গার্লস অফ ইন্ডিয়া — জয় অফ দি নেশন

(B) গোল্ডেন গার্লস অফ ইন্ডিয়াপ্রাইড অফ দি নেশন

(C) গোল্ডেন গার্লস অফ ইন্ডিয়া — ইন্সপিরেশন অফ দি নেশন

(D) উপরের কোনোটিই নয়

 

  1. ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) গোপাল ঝা     

(B) ধর্মদেব সোলাঙ্কি        

(C) সঞ্জয় কোঠারি      

(D) মহেন্দ্র নাগপাল

 

  1. ইন্ডিয়-জর্ডন-মরক্কো ট্রেড অ্যান্ড ইকনোমিক জয়েন্ট কমিটি-এর দশম সম্মেলন অনুষ্ঠিত হল

(A) গ্রেটার নয়ডায়        

(B) নতুন দিল্লিতে       

(C) ভাস্কো-দা-গামায়       

(D) রামেশ্বরম-এ

 

  1. কোন ভারতীয় অর্থনীতিবিদ ভারতের কৃষিতে নারীদের অবদানের জন্য ‘বালজান প্রাইজ 2017’ পুরস্কার পেয়েছেন ?

(A) দেবিকা জৈন      

(B) রোহিণী পাণ্ডে      

(C) দীপালি জোশি      

(D) বিণা আগরওয়াল

 

  1. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ ঘোষণা করেছে যে সেই দেশ সর্বপ্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে ?

(A) দক্ষিণ কোরিয়া       

(B) উত্তর কোরিয়া      

(C) চিন       

(D) জাপান

 

  1. নিম্নোক্ত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে কাকে রোমান ক্যাথলিক চার্চের সন্ত করা হয় ?

(A) দলাই লামা      

(B) সিস্টার নির্মলা        

(C) মাদার টেরেসা      

(D) ডেশমন্ড টুটু

 

  1. ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক কে ?

(A) সলমন রুশদি      

(B) অমিতাভ ঘোষ       

(C) কাজুও ইশিগুরো     

(D) পাউলো কোয়েলহো

 

  1. ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন ?

(A) মনোজ কুমার      

(B) দিলীপ কুমার      

(C) অমিতাভ বচ্চন      

(D) বিনোদ খান্না

 

  1. ২০১৬ সালে দেশের মধ্যে বিদেশি ও অন্তর্দেশীয় ট্যুরিস্ট স্থানগুলির মধ্যে কোন রাজ্য সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যুরিস্ট স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে ?

(A) গোয়া     

(B) উত্তর প্রদেশ      

(C) মহারাষ্ট্র     

(D) তামিলনাড়ু

 

  1. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন ?

(A) লি বিন অয়াহ     

(B) রাহায়ু মাজাম       

(C) হালিমা ইয়াকুব     

(D) সেলিমা কোমোর

 

  1. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ চিরাচরিত জাতীয় বস্ত্র ও সংকৃতির প্রতি দেশবাসীকে অনুগত রাখার জন্যে আইন তৈরি করেছে ?

(A) তাজাকিস্তান      

(B) উজবেকিস্তান       

(C) সিরিয়া       

(D) আফগানিস্তান

 

  1. বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের সূচনায় অনুমোদন দান করে কোন রাজ্য সরকার, বেসরকারি মালিকদের সরকারি বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পথ খুলে দিয়েছে ?

(A) তামিলনাড়ু      

(B) বিহার      

(C) কেরল        

(D) রাজস্থান

 

 

 

WBCS Preliminary Question – 2017

  1. 2022 -র কমনওয়েলথ গেমস যেখানে হওয়ার কথা আছে —

(A) কেপটাউন       

(B) লন্ডন       

(C) নয়াদিল্লি         

(D) ডারবান

 

  1. বিকাশ কৃষ্ণাণ -এর নাম যে খেলার সঙ্গে যুক্ত, সেটি হলো—

(A) শুটিং       

(B) তীরন্দাজি        

(C) বক্সিং       

(D) সাঁতার

 

  1. ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে ?

(A) গুজরাট       

(B) মহারাষ্ট্র        

(C) কর্ণাটক        

(D) তামিলনাড়ু

 

  1. ভোটদাতারা তার প্রস্তাবিত সাংবিধানিক সংশোধন প্রত্যাখ্যান করায় ইটালি-র প্রধানমন্ত্রী ডিসেম্বর 2016 -তে পদত্যাগ করেন, তিনি —

(A) মাট্রীয়ো রেনজি      

(B) পাওলো জেন্টিলোনি      

(C) সার্জিয়ো মাট্রারেলা      

(D) এঁদের কেউ নন

 

  1. 2016 -র অস্কার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য লাভ করেন—

(A) কেট ব্লাঞ্চেট       

(B) সার্লোট র‍্যাম্পলিং       

(C) জেনিফার লরেন্স       

(D) ব্রাই লার্সেন 

 

  1. সিরিয়ার আলেপ্পো থেকে অসামরিক ব্যক্তিদের সরানোর তদারকি করার জন্য রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধায়ক নিয়োগ করার জন্য ডিসেম্বর 2016 -তে প্রস্তাব গ্রহণ করে—

(A) রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা      

(B) রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ     

(C) রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারিয়েট    

(D) ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস 

 

  1. 2016 -য় অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন —

(A) অলিভার হার্ট বেঙ্গট হলমস্ট্রম

(B) অ্যাঙ্গাস ডিয়েটন ও জিন টিরোলে 

(C) প্যাট্রিক মডিয়ানা

(D) আর্থার বি ম্যাকডোনাল্ড

 

  1. সম্প্রতি কোন সংস্থা সারা দেশে সিনেমা হল-এ চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সংগীত বাজানোর আদেশ দেয় ?

(A) ভারতের সুপ্রিম কোর্ট      

(B) ভারতের রাষ্ট্রপতি      

(C)  ভারতের প্রধানমন্ত্রী      

(D)  লোকসভার স্পিকার

 

  1. 31 ডিসেম্বর, 2016 -তে অরূপ রাহা অবসর গ্রহণের পর ভারতের বায়ুসেনা প্রধানের দায়িত্বভার কে গ্রহণ  

(A) বীরন্দর সিং ধানোয়া     

(B) অর্জুন সিং    

(C) অনিল কুমার ব্রাউনে      

(D) অনিল টিপনিস

 

  1. নভেম্বর 2016 -তে পাকিস্তানে কে সেনাপ্রধান নিযুক্ত হন ?

(A) রাহিল শরিফ       

(B) কামার জাভেদ বাজওয়া      

(C) জুবাইত হায়াত      

(D) পারভেজ মুশারফ

 

  1. নভেম্বর 2016 -তে কোন দেশে মাটির নীচ থেকে খুঁড়ে পাওয়া যায় এমন এক হারানো শহর যা 7000 বছরেরও বেশি প্রাচীন ?

(A)  ইজরাইল     

(B) প্যালেস্টাইন       

(C) ইজিপ্ট (মিশর)    

(D) সিরিয়া  

 

  1. ভারতের বিজ্ঞান কংগ্রেসের 103 -তম অধিবেশন 2016 -তে যেখানে অনুষ্ঠিত হয় —

(A) মহীশূর      

(B) নয়াদিল্লি        

(C) জয়পুর      

(D) শ্রীনগর  

 

  1. জর্জি ইয়ো, যিনি সম্প্রতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে পদত্যাগ করেন, তিনি অতীতে যে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন —

(A) অস্ট্রেলিয়া       

(B) কোরিয়া      

(C) ভিয়েতনাম       

(D) সিঙ্গাপুর

 

  1. 2015 -র ইউএনএইচসিআর -এর ন্যানসন উদ্বাস্তু পুরস্কার প্রাপক—

(A) মালালা ইউসুফজাই     

(B) আসিম আলি      

(C) আকিলা আসিফি    

(D) কালাম আজাদ    

 

  1. 2016 এর দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএফএফ) -এ কোন বলিউড ব্যক্তিত্বকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় ?

(A) অমিতাভ বচ্চন      

(B)  হেমা মালিনী        

(C) রেখা    

(D)  জিতেন্দ্র  

 

  1. 2016 -র বিশ্ব ইন্টারনেট সম্মেলন যেখানে অনুষ্ঠিত হয় —

(A) মার্কিন যুক্তরাষ্ট্র      

(B) চিন      

(C) ভারত    

(D) জার্মানি

 

  1. ডিসেম্বর 2016 -য় চিন তিব্বতকে যে দেশের সঙ্গে যুক্ত করে একটি নতুন কার্গো পরিষেবা চালু করে, সে দেশটি হলো— 

(A) ভারত        

(B) নেপাল       

(C) পাকিস্তান       

(D) বাংলাদেশ  

 

  1. মার্সেলা রেবেলা ডিসুসা যে দেশে রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন—

(A) স্পেন        

(B) পর্তুগাল      

(C) ইটালি      

(D)  ফ্রান্স 

 

  1. হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার 2016 -র প্রাপক হলেন—

(A) বিশ্বনাথন আনন্দ     

(B) বিষ্ণু প্রসন্ন     

(C) দেবাশীষ দাস      

(D) এস এল নারায়ণন  

 

  1. ‘অ্যান এরা অফ ডার্কনেস : দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া’ গ্রন্থের লেখক কে ?

(A) অম্রিশ ত্রিপাঠি      

(B) হামিদ আনসারি       

(C) শশী থারুর      

(D) রমেশ দত্ত  

 

  1. ‘টাইমস নাও’ সংবাদ চ্যানেলের এডিটর-ইন-চিফ পদ থেকে নভেম্বর 2016 -তে কে পদত্যাগ করেন ?

(A) অর্ণব গোস্বামী       

(B) রাজদীপ সরদেশাই     

(C) বর্খা দত্ত      

(D) সাগরিকা ঘোষ  

 

  1. 2016 -র জি-20 শীর্ষ সম্মেলন যে দেশে অনুষ্ঠিত হয় —

(A) চিন      

(B) মার্কিন যুক্তরাষ্ট্র      

(C) কানাডা      

(D) ফ্রান্স  

 

  1. নব গঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হলো —

(A) অমরাবতী       

(B) সেকেন্দ্রাবাদ      

(C) হায়দরাবাদ      

(D) বিশাখাপত্তনম  

 

 

 

WBCS Preliminary Question – 2016

  1. কোন রাজ্যে আপাতত FIFA-U-17 খেলা হবে বলে স্থির করা হয়েছে ?

(A) গোয়া      

(B) মণিপুর     

(C) কর্ণাটক     

(D) তামিলনাড়ু

 

  1. NIIT ডিসেম্বর, 2015 -তে কোন আইটি কোম্পানীর সাথে একটি শিক্ষামূলক অংশীদারিত্বে প্রবেশ করেছে ? 

(A) এইচ পি       

(B) ইনফোসিস      

(C) উইপ্রো      

(D) টি সি এস

 

  1. গত দুই বছরে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী কোন রাজ্য / রাজ্যগুলিতে বনভূমির বৃদ্ধি ঘটেছে ?

(A) তামিলনাড়ু        

(B) পশ্চিমবঙ্গ     

(C) কেরালা       

(D) একইসঙ্গে (A) এবং (C) 

 

  1. কেন্দ্রীয় ক্যাবিনেট 9 ডিসেম্বর, 2015 -তে কোন বিলের জন্য ক্লিয়ারেন্স প্রদান করেছে ?

(A) রিয়েল এস্টেট (নিয়ন্ত্রণ উন্নয়ন) বিল

(B) রিয়েল এস্টেট উন্নয়ন বিল

(C) রিয়েল এস্টেট নিয়ন্ত্রণ বিল

(D) ওপরের কোনোটিই নয়

 

  1. ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী 2014-15 সালে ভারতের আই টি, আই টি ই এস এবং বিপিও সেবায় ভারতের মোট রপ্তানি কতটা বৃদ্ধি পেয়েছে ?

(A) 14.8%       

(B) 15.2%    

(C) 14.2%      

(D) 16.9% 

 

  1. বর্তমানে নীতি আয়োগের উপ-চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে ?

(A) জগদীশ ভগবতী      

(B) টি এন শ্রীনিবাস       

(C) অরবিন্দ পানাগরিয়া       

(D) মন্টেক সিং আলুওয়ালিয়া

 

  1. 2015 সালে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন ক্ষেত্রে ভারতের ও ইউনাইটেড কিংডমের মধ্যে সহযোগিতার লক্ষ্যে মৌ (MOU) স্বাক্ষর করে ?

(A) এনার্জি      

(B) খনি       

(C) মহাকাশ    

(D) শিক্ষা

 

  1. গেল (ভারত) লিমিটেড নভেম্বর 2015 -এর শেষ সপ্তাহে পাইপ লাইন ব্যবহারের অধিকারের (ROU) জন্য কোন মহাকাশ প্রযুক্তি ভিত্তিক পোর্টালের ব্যবহারের সূচনা করে ?

(A) ভুবন গেল পোর্টাল     

(B)  জিও স্টোর পোর্টাল      

(C)  কে ও জে স্যাটেলাইট পোর্টাল     

(D) ষ্টার ওয়ান সি-2 পোর্টাল

 

  1. কেন্দ্রীয় সরকার বর্তমানে পারমাণবিক শক্তি (সংশোধন) বিল, 2015 -এর প্রস্তাব এনেছে যাতে দেশে দ্রুত নতুন পারমাণবিক প্রকল্প প্রতিষ্ঠা করা যায় ও বাস্তবে রূপ দেওয়া যায় । এই বিলে কোন বর্তমান বিলের সংশোধন চাওয়া হচ্ছে ?

(A) পারমাণবিক শক্তি আইন, 1962

(B) পারমাণবিক শক্তি আইন, 1963

(C) পারমাণবিক শক্তি আইন, 1964

(D) পারমাণবিক শক্তি আইন, 1965

 

  1. সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?

(A) নিরুপমা রাও       

(B) রঞ্জন মাথাই     

(C) অজিত দোভাল      

(D) এস জয়শঙ্কর

 

  1. 2014-15 সালে ভারতের জাতীয় আয়ের কত শতাংশ স্থূল রাজস্ব ঘাটতি ?

(A) 6.9      

(B) 5      

(C) 3     

(D) উপরের কোনোটিই নয়

 

  1. 2014-15 সালে ভারতে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি FDI পাওয়া গেছে ?

(A)  ম্যানুফ্যাকচারিং      

(B) ফিনান্সিয়াল সার্ভিসেস       

(C) রিটেল ও হোলসেল ট্রেড     

(D) উপরের কোনোটিই নয়

 

  1. 2013-14 সালে ভারতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কোন দেশ দ্বিতীয় স্থানে ?

(A) ইউ এস এ     

(B) জাপান      

(C) মরিশাস    

(D) ইউ এ ই

 

  1. আর বি আই -এর 2014-15 -এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী কোনটি স্বল্পমেয়াদি অগ্রাধিকারের মধ্যে পড়ে না ?

(A) মুদ্রাস্ফীতি কমানো 

(B) সরকার ও ব্যাঙ্কগুলির সাথে বিপর্যয় গ্রস্থ প্রজেক্টগুলি সম্বন্ধে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ

(C) নতুন ঋণ দান কে সমর্থন

(D) PSU গুলির ঋণ নিশ্চিত করা

 

  1. 2015 সালের জুলাই মাসে ভারত ও তাজিকিস্তান -এর মধ্যে যে Note Verbale বিনিময় হয় তাঁর বিষয় ছিল —

(A) সাংস্কৃতিক ক্ষেত্র

(B) তাজিকিস্তানের বিদ্যালয়গুলিকে কম্পিউটার ল্যাব তৈরি 

(C) ভারতকে স্কিল উন্নয়নে সহায়তা দেওয়া 

(D) ভারতের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে সহায়তা দান

 

  1. 16 ডিসেম্বর, 2015 দেয় মহামান্য সুপ্রিম কোর্টের রুলিং সম্বন্ধে কোনটি ঠিক নয় ?

(A) 2005 সালের পূর্বে রেজিস্ট্রিকৃত বাণিজ্যিক গাড়িগুলি আর দিল্লিতে প্রবেশ করতে পারবে না

(B) শুধুমাত্র সি এন জি পরিচালিত ট্যাক্সিগুলিই দিল্লিতে চলতে পারবে 

(C) সকল সিভিক বডি ও দিল্লির রাজ্য সরকারকে বর্জ্য বহন করা বন্ধ করতে হবে

(D) দিল্লির জন্য মাল পরিবহনকারী ট্রাকগুলি 200%  গ্রীণ সেস দিতে হবে (এখন যা দিতে হয় তার উপর)

 

  1. জাইন এরহাইম সম্বন্ধে কোনটি সত্য ?

(A) তাঁকে ইন্দিরা গান্ধি শান্তি পুরস্কার দেওয়া হয়

(B) তিনি 2015 রিপোর্টার উইদাউট বর্ডার প্রাইজ পা 

(C) শিক্ষাক্ষেত্রে UNESCO অ্যাওয়ার্ড পান 

(D) উপরের কোনটিই নয়

 

  1. অভিনেতা দিলীপকুমার সম্বন্ধে কোনটি ঠিক নয় ?

(A) দিলীপকুমারকে পদ্মবিভূষণ উপাধি দেওয়া হলো

(B) এই অভিনেতা পেশোয়ারে জন্মগ্রহণ করেন

(C) মেলা, নয়া দৌড়, দেবদাস ইত্যাদি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন

(D) 14th December, 2015 তে দিল্লিতে তাঁকে এই উপাধি দেয়া হয়

 

  1. December, 2015 -তে অনুষ্ঠিত ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত প্যারিস এগ্রিমেন্ট সম্বন্ধে কোনটি সত্য নয় ?

(A) গ্লোবাল ওয়ার্মিং -এর মাত্রা 2°C -এর কম লক্ষ্যমাত্রা রাখা 

(B) এটি COP (Conference of Parties) -এর 21 তম সম্মেলন 

(C) 200 টি দেশের পক্ষে এগ্রিমেন্টটি প্রস্তুত হয় 

(D) 1997 KYOTO PROTOCOL -এর পরে এটি 11 তম সম্মেলন ।

 

  1. নতুন সুয়েজ ক্যানাল প্রোজেক্ট সম্বন্ধে কোনটি ঠিক নয় ?

(A) এটি ওই অঞ্চলকে বিশ্ব বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলবে

(B) August, 2014 তে শুরু হয়ে August,  2015 তে প্রজেক্টটি শেষ হয়

(C) নতুন চ্যানেল বাইপাস নিয়ে প্রজেক্টএর দৈর্ঘ্য 72 কিমি

(D) এশিয়া ও আফ্রিকার মধ্যে এটি সংক্ষিপ্ততম সামগ্রিক যোগসূত্র

 

  1. 10 ডিসেম্বর 2015 সালে মানবাধিকার দিবস কোন থিম -এর উপর পালিত হয় ?

(A) মানবাধিকার দিবস, 365

(B) আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা, সর্ব সময়ে 

(C) আমার কণ্ঠস্বর গণ্য হবে

(D) আপনার অধিকার রক্ষার জন্য কাজ

 

  1. পাকিস্তান সফলভাবে পরীক্ষা চালিয়েছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র শাহীন- III -এর । শাহীন III এর লঞ্চ মোড কী ?

(A) ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র

(B) ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র 

(C) ভূমি (কোস্ট) থেকে সমুদ্র ক্ষেপণাস্ত্র

(D) সমুদ্র থেকে ভূমি (কোস্ট) ক্ষেপণাস্ত্র

 

  1. কোন আইটি কোম্পানি 2015 সালে ইন্টারনেট অফ থিংস (OIT) উদ্ভাবনের জন্য এজিস গ্রাহাম বেল পুরস্কার জিতেছে ?

(A) ইনফোসিস      

(B) উইপ্রো     

(C) টি সি এস   

(D) অ্যাকসেঞ্চার

 

  1. বস্ত্র ও MSME মন্ত্রালয়ের মধ্যে কোন শহরে একটি টেকনোলজি সেন্টার প্রতিষ্ঠার জন্য MOU স্বাক্ষরিত হয় ?

(A) জয়পুর     

(B) পুনে      

(C) কানপুর     

(D) লখনউ

 

  1. কোন দুই ভারতীয় শহরকে প্রথমবার ইউনেস্কো -এর ক্রিয়েটিভ শহর নেটওয়ার্ক (UCCN) সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে ?

(A) কলকাতা ও মুম্বাই     

(B) বেঙ্গালুরু ও জামসেদপুর      

(C) বারাণসী জয়পুর    

(D) ভোপাল ও ইম্ফল

 

  1. 2015 সালে কাকে Mailer পুরস্কার দেওয়া হয় সারাজীবনের স্বাধীন ও সৃজনশীল অবদানের জন্য ?

(A) অমিতাভ ঘোষ     

(B) ফরিদ জাকারিয়া     

(C) ঝুম্পা লাহিড়ী      

(D) সলমন রুশদি

 

  1. কে 2015 সালে ইঞ্জিনিয়ারিং বিভাগে বিশ্ব বিজ্ঞান একাদেমীর (TWAS) পুরস্কার জিতেছে ?

(A) জে এস চন্দ্রশেখর     

(B) সন্দীপ ত্রিবেদী       

(C) ইউ রামমূর্তি     

(D) জগদীশ লাধা

 

 

 

 

 

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Menu
×