পশ্চিমবঙ্গের ভূগোল – WBCS Preliminary Question Paper

 

পশ্চিমবঙ্গের ভূগোল - WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

  1. ভারতের প্রথম ‘G.I Tag’ প্রাপ্ত পদার্থ হল

(A) এলাচ     

(B) দার্জিলিং চা      

(C) বাসমতি চাল      

(D) গোবিন্দভোগ চাল

 

  1. Census 2011 -এ পশ্চিমবঙ্গের literacy rate হল

(A) 97%       

(B) 70%       

(C) 80%      

(D) 77%

 

  1. কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং UNESCO-র দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে ?

(A) Santali ভাষা      

(B) Kurukh ভাষা      

(C) Kurmali ভাষা      

(D) Sadri ভাষা

 

  1. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ?

(A) 4      

(B) 6     

(C) 5      

(D) 3

 

  1. কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?

(A) 1991     

(B) 1990      

(C) 1992     

(D) 1994

 

  1. মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 census -এ পশ্চিমবঙ্গের স্থান হল

(A) দশম      

(B) চতুর্থ       

(C) দ্বিতীয়      

(D) পঞ্চম

 

  1. আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন :

(A) মেদনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ

(B) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান

(C) বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান

(D) বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর

 

  1. পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে ?

(A) পলি মাটি      

(B) লবণাক্ত মাটি      

(C) ল্যাটেরাইট মাটি     

(D) তরাই মাটি

 

  1. তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হল

(A) দামোদর       

(B) কংসাবতী        

(C) শিলাবতী       

(D) ময়ূরাক্ষী

 

 

 

WBCS Preliminary Question – 2019

  1. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

(A) জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে     

(B) পর্যটন ক্ষেত্র হিসেবে    

(C) বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে     

(D) রামসার স্থান হিসেবে

 

  1. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়

(A) 1956 সালে সালে     

(B) 1958 সালে     

(C) 1955 সালে  

(D) 1959 সালে

 

  1. ভারতের Central Inland Water Transport Corporation -এর সদর দপ্তরটি অবস্থিত

(A) এলাহাবাদে      

(B) কলকাতায়       

(C) কোচিনে      

(D) মুম্বাই-এ

 

  1. কোলকাতায় মেট্রোরেল চালু হয়

(A) 1984 খ্রিঃ      

(B) 1986 খ্রিঃ      

(C) 1988 খ্রিঃ      

(D) 1989 খ্রিঃ

 

  1. ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে

(A) দামোদর উপত্যকায়      

(B) শোন উপত্যকায়     

(C) মহানদী উপত্যকায়     

(D) গোদাবরী উপত্যকায়

 

  1. ধনেখালি কী জন্য বিখ্যাত ?

(A) তাঁত শিল্পের জন্য      

(B) কাগজ শিল্পের জন্য        

(C) পাট শিল্পের জন্য       

(D) চর্ম শিল্পের জন্য

 

  1. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত —

(A) তরাই       

(B) ডুয়ার্স        

(C) তাল    

(D) দিয়ারা

 

  1. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভূক্ত করা হয়েছে

(A) বাঘ সংরক্ষণের জন্য   

(B) সুন্দরী গাছের জন্য     

(C) ম্যানগ্রোভ বনভূমির জন্য     

(D) জীববৈচিত্র্যের জন্য

 

  1. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত ?

(A) তিস্তা করলা নদীর      

(B) তিস্তা ও জলঢাকা নদী      

(C) জলঢাকা ও রায়ঢাক নদী     

(D) তিস্তা ও রায়ঢাক নদী

 

  1. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?

(A) পুরুলিয়া     

(B) বাঁকুড়া      

(C) জলপাইগুড়ি     

(D) দার্জিলিং

 

  1. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় ?

(A) হাওড়া থেকে হুগলি      

(B) হাওড়া থেকে রানিগঞ্জ     

(C) হাওড়া থেকে বর্ধমান     

(D) শিয়ালদহ থেকে নৈহাটি

 

  1. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না ?

(A) কোচবিহার       

(B) হাওড়া      

(C) দার্জিলিং      

(D) মুর্শিদাবাদ

 

  1. পশ্চিমবঙ্গে শিক্ষার হার

(A) 82.67%       

(B) 74.04%      

(C) 77.08%       

(D) 71.16%

 

  1. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে

(A) ঝাড়খণ্ডের       

(B) বিহারের      

(C) ওড়িশার       

(D) আসামের

 

 

 

WBCS Preliminary Question – 2018

  1. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি এইখানে অবস্থিত :

(A) গঙ্গাসাগর       

(B) কলকাতা       

(C) আসানসোল       

(D) ফারাক্কা

 

  1. জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে -—

(A) জাতীয় সড়ক – 35    

(B) জাতীয় সড়ক – 02    

(C) জাতীয় সড়ক – 06    

(D) জাতীয় সড়ক – 32

 

  1. পূর্ব রেলপথের সদর দপ্তর ______ -এ অবস্থিত

(A) রাঁচি      

(B) খড়গপুর      

(C) দিসপুর        

(D) কোলকাতা

 

  1. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

(A) লিলুয়া, কাঁচড়াপাড়া দমদম

(B) হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ

(C) চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ

(D) খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ

 

  1. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে

(A) নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া

(B) সুন্দরবন অঞ্চল

(C) উত্তর দক্ষিণ চব্বিশ পরগণা

(D) পূর্ব মেদিনীপুর ও হাওড়া

 

  1. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :

(A) হাওড়া      

(B) উত্তর ২৪ পরগণা     

(C) পাটনা     

(D) এন. সি. আর

 

  1. ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে

(A) জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী পাহাড়

(B) বিহারের পূর্ণিয়া জেলায়

(C) রাজস্থানের জয়্সালমির অঞ্চল -এ

(D) কর্ণাটকের মাইশোর পাহাড় -এ

 

  1. পশ্চিমবঙ্গের ‘Dry Port’ -এর অবস্থান হল

(A) কলকাতা      

(B) হলদিয়া      

(C) কলকাতা, হলদিয়া ও দিঘা      

(D) কলকাতা ও হলদিয়া

 

 

 

WBCS Preliminary Question – 2017

  1. পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানবসম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নিত হয়েছে ?

(A) কলকাতা      

(B) পূর্ব মেদিনীপুর     

(C) বর্ধমান      

(D) উত্তর 24 পরগনা

 

  1. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ / খনন করা হয় না ?

(A) প্রাকৃতিক গ্যাস      

(B) কর্দম     

(C) বালি     

(D) ভৌম জল

 

  1. পশ্চিমবঙ্গে ‘রাঢ়’ হল একটি ভূ-প্রাকৃতিক অঞ্চল, যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো —

(A) কোচবিহার      

(B) নদীয়া       

(C) পশ্চিম মেদিনীপুর      

(D) দক্ষিণ 24 পরগনা

 

  1. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হলো —

(A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা     

(B) খুবই সীমিত বৃষ্টিপাত      

(C) মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্বেদন     

(D) অদক্ষ জল ব্যবস্থাপনা

 

  1. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?

(A) নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ      

(B) হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি     

(C) পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন     

(D) বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন  

 

  1. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় ?

(A) জলপাইগুড়ি     

(B) মালদা      

(C) কলকাতা      

(D) বর্ধমান  

 

  1. ‘টোটো’ হল একপ্রকার আদিম আদিবাসী, যাঁদের পাওয়া যাবে যে রাজ্যে সেটি হলো —

(A) অরুণাচলপ্রদেশ      

(B) ওড়িশা       

(C) পশ্চিমবঙ্গ      

(D) তামিলনাড়ু  

 

  1. নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না ?

(A) আসাম       

(B) পশ্চিমবঙ্গ      

(C) ওড়িশা     

(D) অন্ধ্রপ্রদেশ  

 

 

 

WBCS Preliminary Question – 2016

  1. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত ?

(A) দার্জিলিং পর্বতশ্রেণি       

(B) সিঙ্গালীলা পর্বতশ্রেণি     

(C) জয়ন্তী পাহাড়      

(D) উপরের কোনোটিই নয়

 

  1. নীচের কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল ?

(A) AFC       

(B) TVA      

(C) DDC     

(D) কোনোটিই নয়

 

  1. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ?

(A) ক্রান্তীয় মৌসুমী     

(B) অর্ধশুষ্ক     

(C) আদ্র     

(D) শুষ্ক উপক্রান্তীয়

 

  1. 1911-1921 -এ পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল—

(A) +6.31%     

(B) -1.77%     

(C) +4.99%     

(D) -2.91%

 

  1. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় ?

(A) মুশিদাবাদ     

(B) মালদা      

(C) কোচবিহার     

(D) বীরভূম

 

  1. পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?

(A) মুর্শিদাবাদ       

(B) নদিয়া      

(C) মালদা      

(D) পুরুলিয়া

 

  1. সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?

(A) দার্জিলিং     

(B) আলিপুরদুয়ার     

(C) কোচবিহার     

(D) উত্তর দিনাজপুর

 

  1. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি ?

(A) রূপনারায়ণ      

(B) সুবর্ণরেখা       

(C) দামোদর     

(D) কয়না

 

  1. পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি ?

(A) 1617     

(B) 2145      

(C) 2272     

(D) 3300

 

 

 

 

 

Home
Search
Mock Tests
Menu
×