পশ্চিমবঙ্গের ভূগোল – WBCS Preliminary Question Paper
Contents
WBCS Preliminary Question – 2020
- ভারতের প্রথম ‘G.I Tag’ প্রাপ্ত পদার্থ হল
(A) এলাচ
(B) দার্জিলিং চা
(C) বাসমতি চাল
(D) গোবিন্দভোগ চাল
- Census 2011 -এ পশ্চিমবঙ্গের literacy rate হল
(A) 97%
(B) 70%
(C) 80%
(D) 77%
- কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং UNESCO-র দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে ?
(A) Santali ভাষা
(B) Kurukh ভাষা
(C) Kurmali ভাষা
(D) Sadri ভাষা
- ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ?
(A) 4
(B) 6
(C) 5
(D) 3
- কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?
(A) 1991
(B) 1990
(C) 1992
(D) 1994
- মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 census -এ পশ্চিমবঙ্গের স্থান হল
(A) দশম
(B) চতুর্থ
(C) দ্বিতীয়
(D) পঞ্চম
- আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন :
(A) মেদনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ
(B) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান
(C) বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান
(D) বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর
- পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে ?
(A) পলি মাটি
(B) লবণাক্ত মাটি
(C) ল্যাটেরাইট মাটি
(D) তরাই মাটি
- তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হল
(A) দামোদর
(B) কংসাবতী
(C) শিলাবতী
(D) ময়ূরাক্ষী
WBCS Preliminary Question – 2019
- পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে
(A) জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে
(B) পর্যটন ক্ষেত্র হিসেবে
(C) বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে
(D) রামসার স্থান হিসেবে
- পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়
(A) 1956 সালে সালে
(B) 1958 সালে
(C) 1955 সালে
(D) 1959 সালে
- ভারতের Central Inland Water Transport Corporation -এর সদর দপ্তরটি অবস্থিত
(A) এলাহাবাদে
(B) কলকাতায়
(C) কোচিনে
(D) মুম্বাই-এ
- কোলকাতায় মেট্রোরেল চালু হয়
(A) 1984 খ্রিঃ
(B) 1986 খ্রিঃ
(C) 1988 খ্রিঃ
(D) 1989 খ্রিঃ
- ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে
(A) দামোদর উপত্যকায়
(B) শোন উপত্যকায়
(C) মহানদী উপত্যকায়
(D) গোদাবরী উপত্যকায়
- ধনেখালি কী জন্য বিখ্যাত ?
(A) তাঁত শিল্পের জন্য
(B) কাগজ শিল্পের জন্য
(C) পাট শিল্পের জন্য
(D) চর্ম শিল্পের জন্য
- তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত —
(A) তরাই
(B) ডুয়ার্স
(C) তাল
(D) দিয়ারা
- সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভূক্ত করা হয়েছে
(A) বাঘ সংরক্ষণের জন্য
(B) সুন্দরী গাছের জন্য
(C) ম্যানগ্রোভ বনভূমির জন্য
(D) জীববৈচিত্র্যের জন্য
- জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত ?
(A) তিস্তা ও করলা নদীর
(B) তিস্তা ও জলঢাকা নদী
(C) জলঢাকা ও রায়ঢাক নদী
(D) তিস্তা ও রায়ঢাক নদী
- রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
(A) পুরুলিয়া
(B) বাঁকুড়া
(C) জলপাইগুড়ি
(D) দার্জিলিং
- পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় ?
(A) হাওড়া থেকে হুগলি
(B) হাওড়া থেকে রানিগঞ্জ
(C) হাওড়া থেকে বর্ধমান
(D) শিয়ালদহ থেকে নৈহাটি
- স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না ?
(A) কোচবিহার
(B) হাওড়া
(C) দার্জিলিং
(D) মুর্শিদাবাদ
- পশ্চিমবঙ্গে শিক্ষার হার
(A) 82.67%
(B) 74.04%
(C) 77.08%
(D) 71.16%
- নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে
(A) ঝাড়খণ্ডের
(B) বিহারের
(C) ওড়িশার
(D) আসামের
WBCS Preliminary Question – 2018
- পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি এইখানে অবস্থিত :
(A) গঙ্গাসাগর
(B) কলকাতা
(C) আসানসোল
(D) ফারাক্কা
- জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে -—
(A) জাতীয় সড়ক – 35
(B) জাতীয় সড়ক – 02
(C) জাতীয় সড়ক – 06
(D) জাতীয় সড়ক – 32
- পূর্ব রেলপথের সদর দপ্তর ______ -এ অবস্থিত
(A) রাঁচি
(B) খড়গপুর
(C) দিসপুর
(D) কোলকাতা
- পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়
(A) লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম –এ
(B) হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ
(C) চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
(D) খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
- গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে
(A) নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া
(B) সুন্দরবন অঞ্চল
(C) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা
(D) পূর্ব মেদিনীপুর ও হাওড়া
- ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :
(A) হাওড়া
(B) উত্তর ২৪ পরগণা
(C) পাটনা
(D) এন. সি. আর
- ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে
(A) জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড় –এ
(B) বিহারের পূর্ণিয়া জেলায়
(C) রাজস্থানের জয়্সালমির অঞ্চল -এ
(D) কর্ণাটকের মাইশোর পাহাড় -এ
- পশ্চিমবঙ্গের ‘Dry Port’ -এর অবস্থান হল
(A) কলকাতা
(B) হলদিয়া
(C) কলকাতা, হলদিয়া ও দিঘা
(D) কলকাতা ও হলদিয়া
WBCS Preliminary Question – 2017
- পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানবসম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নিত হয়েছে ?
(A) কলকাতা
(B) পূর্ব মেদিনীপুর
(C) বর্ধমান
(D) উত্তর 24 পরগনা
- পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ / খনন করা হয় না ?
(A) প্রাকৃতিক গ্যাস
(B) কর্দম
(C) বালি
(D) ভৌম জল
- পশ্চিমবঙ্গে ‘রাঢ়’ হল একটি ভূ-প্রাকৃতিক অঞ্চল, যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো —
(A) কোচবিহার
(B) নদীয়া
(C) পশ্চিম মেদিনীপুর
(D) দক্ষিণ 24 পরগনা
- পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হলো —
(A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা
(B) খুবই সীমিত বৃষ্টিপাত
(C) মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্বেদন
(D) অদক্ষ জল ব্যবস্থাপনা
- ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?
(A) নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ
(B) হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি
(C) পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন
(D) বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন
- নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় ?
(A) জলপাইগুড়ি
(B) মালদা
(C) কলকাতা
(D) বর্ধমান
- ‘টোটো’ হল একপ্রকার আদিম আদিবাসী, যাঁদের পাওয়া যাবে যে রাজ্যে সেটি হলো —
(A) অরুণাচলপ্রদেশ
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) তামিলনাড়ু
- নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না ?
(A) আসাম
(B) পশ্চিমবঙ্গ
(C) ওড়িশা
(D) অন্ধ্রপ্রদেশ
WBCS Preliminary Question – 2016
- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত ?
(A) দার্জিলিং পর্বতশ্রেণি
(B) সিঙ্গালীলা পর্বতশ্রেণি
(C) জয়ন্তী পাহাড়
(D) উপরের কোনোটিই নয়
- নীচের কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল ?
(A) AFC
(B) TVA
(C) DDC
(D) কোনোটিই নয়
- পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ?
(A) ক্রান্তীয় মৌসুমী
(B) অর্ধশুষ্ক
(C) আদ্র
(D) শুষ্ক উপক্রান্তীয়
- 1911-1921 -এ পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল—
(A) +6.31%
(B) -1.77%
(C) +4.99%
(D) -2.91%
- পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় ?
(A) মুশিদাবাদ
(B) মালদা
(C) কোচবিহার
(D) বীরভূম
- পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?
(A) মুর্শিদাবাদ
(B) নদিয়া
(C) মালদা
(D) পুরুলিয়া
- সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
(A) দার্জিলিং
(B) আলিপুরদুয়ার
(C) কোচবিহার
(D) উত্তর দিনাজপুর
- পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি ?
(A) রূপনারায়ণ
(B) সুবর্ণরেখা
(C) দামোদর
(D) কয়না
- পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি ?
(A) 1617
(B) 2145
(C) 2272
(D) 3300