প্রাচীন ভারতের ইতিহাস – WBCS Preliminary Question Paper

 

প্রাচীন ভারতের ইতিহাস - WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

  1. বোঘাজকোই গুরুত্বপূর্ণ কারণ,

(A) এই জায়গাটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল ।

(B) আদি-বৈদিক সাহিত্য এখানেই রচিত হয় ।

(C) এখানে প্রাপ্ত লেখমালা বৈদিক দেবদেবীদের নাম উল্লিখিত আছে ।

(D) উপরের কোনটিই নয়

 

  1. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ?

(A) প্রতাপগড়       

(B) মেহেরগড়      

(C) কোয়েটা       

(D) কালাট

 

  1. নিম্নলিখিত কোন ঐতিহাসিক ‘The wonder that was India’ গ্রন্থটির রচয়িতা ?

(A) . এল. ব্যাসম      

(B) অ্যালিসন ব্যাশফোর্ড      

(C) রমেশ চন্দ্র মজুমদার      

(D) সতীশ চন্দ্র

 

  1. আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় ?

(A) সমিতি       

(B) সভা       

(C) সমিতি ও সঙ্গম       

(D) উভয়ই (A) (B)

 

  1. নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি ?

(A) হরপ্পা ও মহেঞ্জোদারো উভই কেন্দ্রই রাভি (ইরাবতী) নদীর ধারে অবস্থিত ।

(B) চানহুদারো কালিবঙ্গান উভয়ই বর্তমান রাজ্য রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত

(C) সূরকোতাদা ও ধোলাবিরা উভয়ই গুজরাটে কচ্ছ এলাকায় অবস্থিত । 

(D) লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত ।

 

 

 

WBCS Preliminary Question – 2019

  1. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণলাভ করেছিলেন ?

 (A) লুম্বিনী      

(B) সারনাথ     

(C) কুশীনগর       

(D) বোধগয়া

 

  1. ‘মৃচ্ছকটিকম’ নাটকটির রচয়িতা ছিলেন ?

(A) বিশাখদত্ত       

(B) শূদ্রক      

(C) বানভট্ট       

(D) ভাস

 

  1. গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন

(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত     

(B) বিষ্ণুগুপ্ত     

(C) প্রথম চন্দ্রগুপ্ত      

(D) স্কন্দগুপ্ত

 

  1. অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন

(A) আলেকজান্ডার কানিংহাম      

(B) জেমস প্রিন্সেপ      

(C) ম্যাক্স ম্যুলার      

(D) মটিমর হুইলার

 

  1. নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে ?

(A) প্রতাপগড়      

(B) মেহেরগড়     

(C) কোয়েটা    

(D) কালাত

 

 

 

WBCS Preliminary Question – 2018

  1. ‘বুদ্ধচরিত’ গ্রন্থটির রচয়িতা কে ?

(A) বুদ্ধঘোষ        

(B) অশ্বঘোস      

(C) নাগার্জুন      

(D) পাণিনি

 

  1. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?

(A) সুরকোটাডা       

(B) লোথাল       

(C) ধোলাভিরা        

(D) বানওয়ালি

 

  1. কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?

(A) অঙ্গ      

(B) কোশল        

(C) মগধ       

(D) অবন্তি

 

  1. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ?

(A) ফাসিয়ান (ফা-হিয়েন)     

(B) সুয়ান জাং (হিউয়েন সাঙ)      

(C) মেগাস্থিনিস      

(D) স্ট্রাবো

 

  1. গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন ?

(A) বোধগয়া      

(B) শ্রাবস্তী        

(C) সারনাথ       

(D) বৈশালী

 

  1. গ্রীক লেখকদের রচনায় কাকে ‘স্যান্দ্রোকোট্টস’ বলা হয়েছে ?

(A) অশোক       

(B) বিন্দুসার        

(C) চন্দ্রগুপ্ত মৌর্য       

(D) ধনানন্দ

 

  1. কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ?

(A) সমুদ্রগুপ্ত      

(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত       

(C) স্কন্দগুপ্ত      

(D) কুমারগুপ্ত

 

  1. ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা কে ?

(A) আর্যভট্ট       

(B) বরাহমিহির      

(C) অমরসিংহ      

(D) ব্রহ্মগুপ্ত

 

  1. কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?

(A) সতীশ চন্দ্র      

(B) বিপান চন্দ্র       

(C) রামশরণ শর্মা      

(D) অমলেশ ত্রিপাঠী

 

  1. কে ‘গঙ্গাইকোণ্ডচোল’  উপাধি ধারণ করেন ?

(A) প্রথম রাজেন্দ্র     

(B) প্রথম রাজরাজ      

(C) প্রথম রাজাধিরাজ     

(D) প্রথম কুলোতুঙ্গ

 

 

 

WBCS Preliminary Question – 2017

  1. চিনা পর্যটক হিউয়েন সাঙ ভারতে আসেন যার শাসনকালে, তিনি হলেন —

(A) সমুদ্রগুপ্ত       

(B) অশোক       

(C) হর্ষবর্ধন     

(D) প্রথম কুলোতঙ্গ 

 

  1. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?

(A) মহেঞ্জোদারো      

(B)  সুকতাজেনদোর      

(C) কলিবঙ্গান      

(D) লোথাল

 

  1. বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন—

(A) কৌটিল্য      

(B) নচিকেতা     

(C) চরক      

(D) জীবক

 

  1. মৌর্যশাসক, যিনি তাঁর আদেশলিপি গুলিতে ‘প্রিয়দর্শী’ নামের ব্যবহার করতেন—

(A) বিম্বিসার       

(B) অশোক      

(C) চন্দ্রগুপ্ত মৌর্য     

(D) বৃহদ্রথ

 

  1. ‘কাদম্বরী’ -র রচয়িতা হলেন —

(A) হেমেন্দ্র     

(B) কলহন      

(C) ভবভূতি     

(D) বাণভট্ট  

 

  1. মগধের কোন শাসক ‘সেনিয়া’ নামে পরিচিত ছিলেন ?

(A) বিম্বিসার     

(B) অজাতশত্রু      

(C) মহাপদ্ম নন্দ     

(D) চন্দ্রগুপ্ত মৌর্য  

 

 

 

WBCS Preliminary Question – 2016

  1. ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ?

(A) সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের

(B) একাদশ ও দ্বাদশ শতকের তুর্কি আক্রমণের

(C) মালাবার উপকূলে আরব বণিকগণের 

(D) সুফি সন্ত এবং আরবী পর্যটকগণের

 

  1. ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রীক শাসক কে ছিলেন ?

(A) ডিমিট্রিয়াস       

(B) প্রথম অ্যান্টিওকাস       

(C) মিনান্দার      

(D) উপরের কোনোটিই নয়

 

  1. নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে ?

(A) মৃচ্ছকটিক       

(B) দেবীচন্দ্রগুপ্ত     

(C) মত্তবিলাস      

(D) মুদ্রারাক্ষস

 

  1. উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি —

(A) খ্রিঃ পূঃ 600 অব্দে      

(B) খ্রিঃ পূঃ 800 অব্দে     

(C) খ্রিঃ পূঃ 1000 অব্দে    

(D) খ্রিঃ পূঃ 1600-600 অব্দে

 

  1. বৌদ্ধধর্ম মতে, সকল দুঃখের কারণ হল—

(A) মায়া      

(B) কাম       

(C) তৃষ্ণা      

(D) ক্রোধ

 

  1. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ?

(A)  কালিবঙ্গান       

(B) লোথাল     

(C) কোটডিজি     

(D) রোপার

 

 

 

Home
Search
Mock Tests
Menu
×