প্রাচীন ভারতের ইতিহাস – WBCS Preliminary Question Paper
Contents
WBCS Preliminary Question – 2020
- বোঘাজকোই গুরুত্বপূর্ণ কারণ,
(A) এই জায়গাটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল ।
(B) আদি-বৈদিক সাহিত্য এখানেই রচিত হয় ।
(C) এখানে প্রাপ্ত লেখমালা–য় বৈদিক দেব–দেবীদের নাম উল্লিখিত আছে ।
(D) উপরের কোনটিই নয়
- নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ?
(A) প্রতাপগড়
(B) মেহেরগড়
(C) কোয়েটা
(D) কালাট
- নিম্নলিখিত কোন ঐতিহাসিক ‘The wonder that was India’ গ্রন্থটির রচয়িতা ?
(A) এ. এল. ব্যাসম
(B) অ্যালিসন ব্যাশফোর্ড
(C) রমেশ চন্দ্র মজুমদার
(D) সতীশ চন্দ্র
- আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় ?
(A) সমিতি
(B) সভা
(C) সমিতি ও সঙ্গম
(D) উভয়ই (A) ও (B)
- নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি ?
(A) হরপ্পা ও মহেঞ্জোদারো উভই কেন্দ্রই রাভি (ইরাবতী) নদীর ধারে অবস্থিত ।
(B) চানহুদারো ও কালিবঙ্গান উভয়ই বর্তমান রাজ্য রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত ।
(C) সূরকোতাদা ও ধোলাবিরা উভয়ই গুজরাটে কচ্ছ এলাকায় অবস্থিত ।
(D) লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত ।
WBCS Preliminary Question – 2019
- গৌতম বুদ্ধ কোথায় নির্বাণলাভ করেছিলেন ?
(A) লুম্বিনী
(B) সারনাথ
(C) কুশীনগর
(D) বোধগয়া
- ‘মৃচ্ছকটিকম’ নাটকটির রচয়িতা ছিলেন ?
(A) বিশাখদত্ত
(B) শূদ্রক
(C) বানভট্ট
(D) ভাস
- গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) বিষ্ণুগুপ্ত
(C) প্রথম চন্দ্রগুপ্ত
(D) স্কন্দগুপ্ত
- অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন
(A) আলেকজান্ডার কানিংহাম
(B) জেমস প্রিন্সেপ
(C) ম্যাক্স ম্যুলার
(D) মটিমর হুইলার
- নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে ?
(A) প্রতাপগড়
(B) মেহেরগড়
(C) কোয়েটা
(D) কালাত
WBCS Preliminary Question – 2018
- ‘বুদ্ধচরিত’ গ্রন্থটির রচয়িতা কে ?
(A) বুদ্ধঘোষ
(B) অশ্বঘোস
(C) নাগার্জুন
(D) পাণিনি
- নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?
(A) সুরকোটাডা
(B) লোথাল
(C) ধোলাভিরা
(D) বানওয়ালি
- কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?
(A) অঙ্গ
(B) কোশল
(C) মগধ
(D) অবন্তি
- কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ?
(A) ফাসিয়ান (ফা-হিয়েন)
(B) সুয়ান জাং (হিউয়েন সাঙ)
(C) মেগাস্থিনিস
(D) স্ট্রাবো
- গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন ?
(A) বোধগয়া
(B) শ্রাবস্তী
(C) সারনাথ
(D) বৈশালী
- গ্রীক লেখকদের রচনায় কাকে ‘স্যান্দ্রোকোট্টস’ বলা হয়েছে ?
(A) অশোক
(B) বিন্দুসার
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) ধনানন্দ
- কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ?
(A) সমুদ্রগুপ্ত
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(C) স্কন্দগুপ্ত
(D) কুমারগুপ্ত
- ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা কে ?
(A) আর্যভট্ট
(B) বরাহমিহির
(C) অমরসিংহ
(D) ব্রহ্মগুপ্ত
- কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?
(A) সতীশ চন্দ্র
(B) বিপান চন্দ্র
(C) রামশরণ শর্মা
(D) অমলেশ ত্রিপাঠী
- কে ‘গঙ্গাইকোণ্ডচোল’ উপাধি ধারণ করেন ?
(A) প্রথম রাজেন্দ্র
(B) প্রথম রাজরাজ
(C) প্রথম রাজাধিরাজ
(D) প্রথম কুলোতুঙ্গ
WBCS Preliminary Question – 2017
- চিনা পর্যটক হিউয়েন সাঙ ভারতে আসেন যার শাসনকালে, তিনি হলেন —
(A) সমুদ্রগুপ্ত
(B) অশোক
(C) হর্ষবর্ধন
(D) প্রথম কুলোতঙ্গ
- রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
(A) মহেঞ্জোদারো
(B) সুকতাজেনদোর
(C) কলিবঙ্গান
(D) লোথাল
- বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন—
(A) কৌটিল্য
(B) নচিকেতা
(C) চরক
(D) জীবক
- মৌর্যশাসক, যিনি তাঁর আদেশলিপি গুলিতে ‘প্রিয়দর্শী’ নামের ব্যবহার করতেন—
(A) বিম্বিসার
(B) অশোক
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) বৃহদ্রথ
- ‘কাদম্বরী’ -র রচয়িতা হলেন —
(A) হেমেন্দ্র
(B) কলহন
(C) ভবভূতি
(D) বাণভট্ট
- মগধের কোন শাসক ‘সেনিয়া’ নামে পরিচিত ছিলেন ?
(A) বিম্বিসার
(B) অজাতশত্রু
(C) মহাপদ্ম নন্দ
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
WBCS Preliminary Question – 2016
- ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ?
(A) সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের
(B) একাদশ ও দ্বাদশ শতকের তুর্কি আক্রমণের
(C) মালাবার উপকূলে আরব বণিকগণের
(D) সুফি সন্ত এবং আরবী পর্যটকগণের
- ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রীক শাসক কে ছিলেন ?
(A) ডিমিট্রিয়াস
(B) প্রথম অ্যান্টিওকাস
(C) মিনান্দার
(D) উপরের কোনোটিই নয়
- নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে ?
(A) মৃচ্ছকটিক
(B) দেবীচন্দ্রগুপ্ত
(C) মত্তবিলাস
(D) মুদ্রারাক্ষস
- উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি —
(A) খ্রিঃ পূঃ 600 অব্দে
(B) খ্রিঃ পূঃ 800 অব্দে
(C) খ্রিঃ পূঃ 1000 অব্দে
(D) খ্রিঃ পূঃ 1600-600 অব্দে
- বৌদ্ধধর্ম মতে, সকল দুঃখের কারণ হল—
(A) মায়া
(B) কাম
(C) তৃষ্ণা
(D) ক্রোধ
- হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ?
(A) কালিবঙ্গান
(B) লোথাল
(C) কোটডিজি
(D) রোপার