Science – WB Police Constable Prelim Previous Year Question Paper
Contents
Science – WB Police Constable Prelim Previous Year
WBP Constable Prelim Question – 2019
- মহাকাশে (Space) কোন মহাকাশচারী (astronaut) আকাশের রং কী দেখবে ?
(A) বেগুনি (violet)
(B) কালো (black)
(C) নীল (blue)
(D) লাল (red)
- Atom : Molecule :: Cell : ?
(A) Organism
(B) Organ
(C) Tissue
(D) Matter
- মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি ‘GSM‘ এর পুরো কথাটি হল
(A) Global System for Mobile
(B) Geo Station for Mobility
(C) Global System for Mobility
(D) Geo Satellite for Mobile
- ‘ফটোগ্রাফিক ফিল্ম’ -এর আলোক চিত্র পরিস্ফুট (develop) করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় ?
(A) সিলভার ব্রোমাইড
(B) হাইড্রোকুইনন
(C) সোডিয়ম সালফেট
(D) সোডিয়ম কার্বোনেট
- ‘রামধনু (Rainbow)’ কেন হয় ?
(A) আলোর প্রতিসরণ (refraction) ও বিকিরণের (dispersion) জন্য
(B) আলোর প্রতিসরণ (refraction) ও প্রতিফলনের (reflection) জন্য
(C) আলোর বিক্ষেপ (scattering) ও প্রতিসরণের (refraction) জন্য
(D) আলোর বিচ্ছুরণ (diffraction) ও প্রতিসরণের (refraction) জন্য
- অগ্নি প্রতিরোধক পোশাক (firefighting clothes) কী দিয়ে তৈরি হয় ?
(A) অভ্র (mica)
(B) ক্যাডমিয়ম
(C) সুতী কাপড় (cotton)
(D) আসবেসটস
- ‘জিকা ভাইরাস’ এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারীভাবে ঘোষিত হয়েছিল ?
(A) উগান্ডা
(B) শ্রীলঙ্কা
(C) অস্ট্রেলিয়া
(D) পাকিস্তান
- ‘স্যাকারিন’ কী দিয়ে তৈরি হয় ?
(A) টলুইন
(B) বিউটেন
(C) প্রোপেন
(D) ফেনল
- খনিজ পদার্থ ‘ফ্লোরিন’ এর অভাবে মানবদেহের কী ক্ষতি হয় ?
(A) দুর্বল দাঁত
(B) অ্যানিমিয়া
(C) গয়টার (Goitre)
(D) ক্ষুধামান্দ্য (loss of appetite)
- মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ (organ)- এর নাম কী ?
(A) মস্তিস্ক (brain)
(B) হৃদযন্ত্র (heart)
(C) কিডনি (kidney)
(D) লিভার (liver)
- ‘ভারী জল (Heavy water)’ কী ?
(A) খনিজ মিশ্রিত জল
(B) হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল
(C) ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল
(D) ওজোন গ্যাস মিশ্রিত জল
- 1GB = _____ bytes.
(A) 10³
(B) 10¹²
(C) 10⁹
(D) 10⁶
- কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় ?
(A) বর্ষাকালে (Rainy Season)
(B) গরমকালে (Summer)
(C) শীতকালে (Winter)
(D) বসন্তকালে (Spring)
- কিলোওয়াট-ঘণ্টা কীসের একক ?
(A) শক্তি (energy)
(B) ভরবেগ (momentum)
(C) বল (force)
(D) ক্ষমতা (power)
- ‘ওডোমিটার‘ যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায় ?
(A) অতিক্রান্ত দূরত্ব
(B) এরোপ্লেনের গতিবেগ
(C) তেজস্ক্রিয়তা
(D) বৈদ্যুতিক শক্তি
89 . নীচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ?
(A) মাখন (butter)
(B) দুধ (milk)
(C) লেটুস (lettuce)
(D) মাছ (fish)
- স্পঞ্জ কী ?
(A) জীবাশ্ম (Fossil)
(B) ছত্রাক (Fungus)
(C) জীবদেহ (Animal)
(D) উদ্ভিদ (Plant)
- কীসের অভাবের জন্য দুধকে এখন সুষমখাদ্য (balanced diet) বলে না ?
(A) ম্যাগনেশিয়াম ও ভিটামিন-ডি
(B) লোহা (iron) ও ভিটামিন-এ
(C) ক্যালসিয়াম ও ভিটামিন-সি
(D) লোহা (iron) ও ভিটামিন-সি
WBP Constable Prelim Question – 2018
- কম্পিউটারের (computer) প্রথম ভাষা (first language) ছিল
(A) PASCAL
(B) FOXPRO
(C) FORTRAN
(D) COBOL
- নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী ?
(A) স্ট্রেপটোকক্কাস (Streptococcus)
(B) স্ট্যাফিলোকক্কাস (Staphylococcus)
(C) ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus)
(D) সালমোনেল্লা (Salmonella)
- কীসের বেগ (speed) মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘণ্টা ব্যবহার করা হয় ?
(A) ম্যাগলেভ (Maglev)
(B) চিতবাঘ
(C) বুলেট ট্রেন (Bullet Train)
(D) জাহাজ
- টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন ?
(A) জে. এল. বেয়ার্ড
(B) জন নেপিয়ার
(C) শকলে
(D) সোলেস
- ‘কাপড় কাচার সোডা’ (washing soda) হল
(A) সোডিয়াম বাই কার্বোনেট
(B) ক্যাল্সিয়ম কার্বোনেট
(C) হাইড্রটেড সোডিয়াম কার্বোনেট
(D) সোডিয়ম ক্লোরাইড
- খাদ্য সংরক্ষণের (Food preservation) জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় ?
(A) অ্যাসেটিক অ্যাসিড
(B) বেনজোয়িক অ্যাসিড
(C) টারটারিক অ্যাসিড
(D) সোডিয়ম বাই কার্বোনেট
- ‘হাইড্রোপোনিক্স’ (Hydroponics) কথাটি কীসের সাথে যুক্ত ?
(A) হাইড্রোজেন যুক্ত যৌগ
(B) বংশ পরম্পরা
(C) মাটি ছাড়া গাছের প্রতিপালন
(D) জল
- নিম্নের কোন শস্যটি (crop) মাটিতে নাইট্রোজেনের (nitrogen) পরিমাণ বৃদ্ধি (enriches) করে ?
(A) সূর্যমুখী (Sunflower)
(B) মটরশুঁটি (Pea)
(C) জোয়ার (Sorghum)
(D) আলু (Potato)
- নিম্নের কোনটি ‘ তাপ ‘ (heat) পরিমাপের একক (unit) ?
(A) ভোল্ট
(B) নিউটন
(C) ফ্লাক্স
(D) জুল
WBP Constable Prelim Question – 2016
- একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম হলো :
(A) ঊধর্বপতন
(B) ঘনীভবন
(C) বাষ্পীভবন
(D) অবক্ষেপণ
- নিম্নলিখিত কোন্ রঙগুলিকে মৌলিক রঙ বলা হয় ?
(A) নীল, লাল, হুলুদ
(B) লাল, হলুদ, সবুজ
(C) হলুদ, নীল, সবুজ
(D) লাল, নীল, সবুজ
- Computer Software-এ PDF কথাটির পূর্ণাঙ্গ রূপ হলো :
(A) Portable Document Format
(B) Portable Digital Form
(C) Printable Digital Format
(D) Printable Document Format
- যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত, সেটি হল :
(A) পিটুইটারী গ্রন্থি
(B) থাইরয়েড গ্রন্থি
(C) অ্যাড্রিনাল গ্রন্থি
(D) অগ্ন্যাশয়
- ELISA টেস্টে কোন্ রোগ শনাক্ত করতে সাহায্য় করে ?
(A) ক্যান্সার
(B) এইচ. আই. ভি./এইডস
(C) ব্রেন টিউমার
(D) ম্যালারিয়া
WBP Constable Prelim Question – 2015
- সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট :
(A) হাইড্রোজেন ও হিলিয়াম
(B) হাইড্রোজেন ও নিয়ন
(C) হাইড্রোজেন ও জেনন
(D) হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
- নিম্নবর্ণিত কোন্ রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না ?
(A) টাইফয়েড
(B) ইনফ্লুয়েঞ্জা
(C) ডিপথেরিয়া
(D) কলেরা
- কম্পিউটার পরিভাষা অনুযায়ী ‘TB‘-এর অর্থ
(A) Tetrabyte
(B) Terabyte
(C) Terabit
(D) Tetrabit
- সঠিক শব্দ মেলান :
(1) কারেন্ট ওহম
(2) রেজিস্ট্যান্স অ্যাম্পিয়ার
(3) পাওয়ার কেলভিন
(4) টেম্পারেচার ওয়াট
(A) 1-1, 2-2, 3-3, 4-4
(B) 1-4, 2-3, 3-2, 4-1
(C) 1-4, 2-1, 3-2, 4-3
(D) 1-2, 2-1, 3-4, 4-3