Polity – WB Police Constable Prelim Previous Year Question Paper
Contents
Polity – WB Police Constable Prelim Question Paper
WBP Constable Prelim Question – 2019
1. ভারতীয় সংবিধানের কোন ধারাকে (article) ডঃ বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা (heart and soul)’ বলেছেন ?
(A) 19 ধারা
(B) 14 ধারা
(C) 32 ধারা
(D) 356 ধারা
36. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর (amendment) মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল (territory) বিনিময় হয়েছে ?
(A) 100 তম
(B) 103 তম
(C) 102 তম
(D) 101 তম
65. ‘VVPAT‘ কীসের সাথে সম্পর্কিত ?
(A) সাধারণ নির্বাচন
(B) উগ্রপন্থী কার্যকলাপ
(C) মহাকাশ বিজ্ঞান
(D) মোবাইল পরিষেবা
WBP Constable Prelim Question – 2018
73. ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত
(A) কর্ণাটক
(B) জম্মু ও কাশ্মীর
(C) আসাম
(D) পশ্চিমবঙ্গ
WBP Constable Prelim Question – 2016
11. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে ?
(A) পাঁচ
(B) দুই
(C) চার
(D) তিন
12. তথ্য জানার অধিকার আইন কোন্ সালে পাস হয় ?
(A) 1952
(B) 1977
(C) 2005
(D) 2000
36. নীচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় ?
(A) গ্রীষ্মকালীন অধিবেশন
(B) শীতকালীন অধিবেশন
(C) বর্ষাকালীন অধিবেশন
(D) বাজেট অধিবেশন
52. ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে ?
(A) অর্থ মন্ত্রক
(B) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
(C) অর্থ কমিশন
(D) ভারতীয় স্টেট ব্যাঙ্ক
WBP Constable Prelim Question – 2015
34. নিম্নবর্ণিত কোন্ পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন ?
(A) আটর্নি জেনারেল অফ ইন্ডিয়া
(B) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া
(C) রাজ্যের রাজ্যপাল
(D) উপরের সবকটিই