GK & CA – WB Police Constable Prelim Previous Year Question Paper

GK & CA – WB Police Constable Question Paper

GK & CA - WB Police Constable Prelim Previous Year Question Paper

WBP Constable Prelim Question – 2019

  1. ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন ?

(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(B) নারায়ণ দেবনাথ

(C) গগনেন্দ্রনাথ ঠাকুর

(D) আশাপূর্ণা দেবী

 

  1. ‘নীল গ্রহ (Blue Planet)’ কাকে বলে ?

(A) পৃথিবী

(B) প্লুটো

(C) ইউরেনাস

(D) শনি

 

  1. 2020 র ‘Summer Olympic’ কোথায় অনুষ্ঠিত হবে ?

(A) বেজিং

(B) টোকিও

(C) লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া

(D) বার্লিন

 

  1. ‘জ্যাব (Jab)’ কথাটি কোন খেলার সাথে যুক্ত ?

(A) লন টেনিস

(B) বিলিয়ার্ডস

(C) বক্সিং

(D) গল্ফ

 

  1. 2019 এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন ?

(A) সাউথ আফ্রিকা

(B) ইজরায়েল

(C) মালদ্বীপ

(D) রাশিয়া

 

  1. নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?

(A) হকি

(B) ব্যাডমিন্টন

(C) ফুটবল

(D) টেনিস

 

  1. ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন ?

(A) পি টি উষা

(B) উষা সচদেব

(C) অশ্বিনী নাচপ্পা

(D) কর্ণাম মলেশ্বরী

Sponsored


  1. কোন চলচ্চিত্র (film) 64 তম ‘ফিল্ম ফেয়ার 2019’ -এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে ?

(A) রাজি (Raazi)

(B) কেদারনাথ (Kedarnath)

(C) বাধাই হো (Badhai ho)

(D) সঞ্জু  (Sanju)

 

  1. গিরীশ কারনাড কিসের সাথে যুক্ত ছিলেন ?

(A) বিজ্ঞান

(B) জাদুবিদ্যা

(C) নাটক

(D) খেলা

 

  1. The future of India‘ কার লেখা ?

(A) বিমল জালান

(B) অমিতাভ ঘোষ

(C) অনুরাগ মাথুর

(D) দীপক চোপড়া

 

  1. ফল (fruit) সংক্রান্ত বিদ্যা (study) কে কী বলে ?

(A) স্পার্মোলজি

(B) পোমোলজি

(C) পেরোলজি

(D) অ্যান্থোলজি

 

  1. ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন ?

(A) পিনাকী চন্দ্র ঘোষ

(B) বীরপ্পা মইলি

(C) আন্না হাজারে

(D) এম. এন. ভেঙ্কট চিলিয়া

 

  1. স্মৃতি মন্ধানা‘ কোন খেলার সাথে যুক্ত ?

(A) হকি

(B) বক্সিং

(C) ক্রিকেট

(D) টেবিল টেনিস

 


Sponsored

 

WBP Constable Prelim Question – 2018

  1. সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের (United Nations) নিরাপত্তা পরিষদে (Security Council) স্থায়ী সদস্য (Permanent Member) দেশের সংখ্যা কটি ?

(A) 5

(B) 10

(C) 4

(D) 6

 

  1. পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী ?

(A) পাকিস্তান পিপলস পার্টি

(B) আওয়ামী ন্যাশনাল পার্টি

(C) জামাত-এ-ইসলামি

(D) তহরিক-ই-ইনসাফ

 

  1. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?

(A) 1950

(B) 1958

(C) 1930

(D) 1924

 

  1. স্বচ্ছ সমীক্ষা’ (Cleanliness survey) অনুসারে বর্তমানে ‘ভারতবর্ষের সবচেয়ে পরিছন্ন শহর হল

(A) ইন্দোর

(B) পাটনা

(C) চেন্নাই

(D) কলকাতা

 

  1. ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি (term) ব্যবহৃত হয় ?

(A) টি

(B) পেনাল্টি কর্ণার

(C) সিলি পয়েন্ট

(D) স্ন্যাচ

 

  1. রাশিয়ার মুদ্রা কী ?

(A) ইউরো

(B) কিনা

(C) রিয়াল

(D) রুবেল

 

  1. পথের পাঁচালী’র রচয়িতা কে ?

(A) আশাপূর্ণা দেবী

(B) বুদ্ধদেব গুহ

(C) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

(D) সত্যজিৎ রায়

Sponsored


  1. কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার (Nobel Prize) প্রদান করে ?

(A) সুইডেন

(B) আয়ারল্যান্ড

(C) ইংল্যান্ড

(D) আমেরিকা

 

  1. ‘ সিটি অফ প্যালেস’ (City of Palaces) কাকে বলা হয় ?

(A) দিল্লী

(B) হায়দ্রাবাদ

(C) জয়পুর

(D) কলকাতা

 

  1. 2018 সালের শীতকালীন অলিম্পিক (Winter Olympics) কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

(A) দক্ষিণ কোরিয়া

(B) ফিনল্যান্ড

(C) রাশিয়া

(D) অস্ট্রিয়া

 

  1. ভারতে ক্রীড়া প্রশিক্ষক (coach)-দের সর্বোচ্চ পুরস্কার কোনটি ?

(A) অর্জুন পুরস্কার

(B) কালিদাস সম্মান

(C) রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার

(D) দ্রোণচার্য পুরস্কার

 

  1. লেক্সিকোগ্রাফী ‘ (Lexicography) কথাটি কিসের সাথে যুক্ত ?

(A) অভিধান সংকলন (Compilation of dictionary)

(B) প্রাচীন দেহাবশেষ (Ancient remains)

(C) অনুশাসন (Edicts)

(D) আলঙ্কারিক লিখন (Decorative writing)

 

  1. কোন ভারতীয় 2018 সালে ‘ম্যাগসাইসাই’ (Magsaysay) পুরস্কার লাভ করেন ?

(A) যোগী আদিত্যনাথ

(B) ওয়াই. সি. দেবেশ্বর 

(C) প্রণব মুখার্জী

(D) সোনম ওয়াংচুক

 

  1. গরবা ‘ (Garba) নাচের প্রচলন কোথায় দেখা যায় ?

(A) উত্তর প্রদেশ

(B) ছত্তীশগড়

(C) গুজরাট

(D) রাজস্থান

 

  1. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের (Industrial Robot) নাম কী ?

(A) COMAU

(B) FANUC

(C) MOTOMAN

(D) BRABO

 



 

WBP Constable Prelim Question – 2016

  1. রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হল :

(A) পরশুরাম

(B) বীরবল

(C) বনফুল

(D) ভানুসিংহ

 

  1. FIR-এর পূর্ণাঙ্গ রূপ হলো :

(A) First Investigation Report

(B) First Information Report

(C) First Incident Report

(D) First Instance Report

 

  1. একটি ট্রাফিক সিগনালের দিকে তাকালে উপর থেকে নীচে এই ক্রমে কোন্ আলো দেখা যায় ?

(A) লাল – সবুজ – হলুদ

(B) সবুজ – হলুদ – লাল

(C) সবুজ – লাল – হলুদ

(D) লাল – হলুদ – সবুজ

 

  1. প্রতিবছর কোন্ দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় ?

(A) 5ই জুলাই

(B) 25শে জুন

(C) 5ই জুন

(D) 15ই জুন

 

  1. দীপা কর্মকার অলিম্পিকে কোন্ খেলায় অংশগ্রহণ করেছিলেন ?

(A) অ্যাথলেটিক্স

(B) সাঁতার

(C) জিমন্যাস্টিক

(D) বক্সিং

 

  1. সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?

(A) রাঁচি

(B) দিল্লী

(C) কলকাতা

(D) মুম্বাই

 

Sponsored


 

WBP Constable Prelim Question – 2015

  1. নিচে লেখা কোন্ বিবৃতিটি কমিউনিটি পুলিশিং সম্পর্কে সেরা ব্যাখ্যা ?

(A) সামাজিক অংশগ্রহণ পদ্ধতির উন্নয়ন এবং সমস্যা সমাধানে সামাজিক নিযুক্তিকরণ ।

(B) সামাজিক আত্মনির্ভরশীলতার উন্নয়ন ও অর্থনৈতিক বিকাশ ।

(C) মানবধিকার সচেতনতা বৃদ্ধির কাজে সামাজিক নিযুক্তিকরণ ।

(D) পুলিশের কর্তব্যাদি জনসাধারণের মধ্যে হস্তান্তরকরণ ।

 

  1. নিম্নবর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রীনফিল্ড এয়ারর্পোট ?

(A) মোপা এয়ারর্পোট, গোয়া

(B) নবী মুম্বাই এয়ারর্পোট

(C) কাজী নজরুল ইসলাম এয়ারর্পোট, দুর্গাপুর

(D) নেতাজী সুভাষ চন্দ্র বোস এয়ারর্পোট, কলকাতা

 

  1. কলকাতায় মেট্রোরেল পরিষেবা চালু হয়

(A) 1984 সালে

(B) 1981 সালে

(C) 1975 সালে

(D) 1979 সালে

 

  1. ন্যাশানাল পুলিশ অ্যাকাডেমি কোথায় অবস্থিত ?

(A) বেঙ্গালুরু

(B) হায়দ্রাবাদ

(C) নাগপুর

(D) দেরাদুন

 

  1. নিম্নবর্ণিত কোন্ মহাপুরুষের জন্মদিনে ‘ন্যাশানাল ইয়ূথ ডে’ উদযাপিত হয় ?

(A) ক্ষুদিরাম বোস

(B) ভগত সিং

(C) সুভাষ চন্দ্র বোস

(D) স্বামী বিবেকানন্দ

 

  1. রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত

(A) গণিতজ্ঞ

(B) বৈজ্ঞানিক

(C) অর্থনীতিবিদ

(D) পদার্থবিদ

 

  1. NSSO পুরো কথাটি হল :

(A) ন্যাশানাল সাইন্টিফিক সার্ভে অর্গানাইজেশন

(B) ন্যাশানাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন

(C) নিউক্লিযার সায়েন্স স্টাডি অর্গানাইজেশন

(D) ন্যাশানাল সাইন্টিফিক স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন

 

  1. নীচের কোন্ দেশটির রাষ্ট্রপতিকে 2016 সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে ?

(A) কলম্বিয়া

(B) মোজাম্বিক

(C) মরক্কো

(D) নরওয়ে

 

  1. ভারতবর্ষে দ্রুততম রেলগাড়ির নাম

(A) রাজধানী এক্সপ্রেস

(B) শতাব্দী এক্সপ্রেস

(C) দুরন্ত এক্সপ্রেস

(D) গতিমান এক্সপ্রেস

 


Sponsored

 

 

 

 

en English

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Menu
×