Contents
Miscellaneous Main Question – 2019
৪|(b) এক কথায় প্রকাশ করুন : 10
যার পিতা-মাতা নেই -> অনাথ
যে কানে শুনতে পায় না -> বধির, কালা
যার কোন সম্বল নেই -> নিঃসম্বল
যে অসত্য কথা বলে -> মিথ্যাবাদী
যে পথ হারিয়েছে -> পথভ্রষ্ট
Miscellaneous Main Question – 2018
৪|(খ) এক কথায় প্রকাশ করুন : 10
চোখের মনি -> কনীনিকা
মাথা পেতে নেবার যোগ্য -> শিরোধার্য
পথ চলার খরচ -> পাথেয়
দানের বদলে দান -> প্রতিদান
চিরদিন যা চলছে -> চিরন্তন
Miscellaneous Question Paper – 2010
৪|(ক) এক কথায় প্রকাশ করুন : 10
দেখিবার ইচ্ছা -> দীদিক্ষা
যাহা পূর্বে ঘটে নাই -> অভূতপূর্ব
অমিত আভা যাহার -> অমিতাভ
এক পঙতিতে বসিবার অযোগ্য -> অপাঙতেও
অন্য উপায় -> নিরুপায়
Miscellaneous Question Paper – 2009
৪|(খ) এক কথায় প্রকাশ করুন : 10
অসুয়া নাই যার -> অনসূয়া
অরুণের পুত্র -> আরুণি
অশ্বের ডাক -> হ্রেষা
গণ যে নারীর ভর্তা -> গণিকা
চিরকাল ধরে যা চলেছে -> চিরন্তন
Miscellaneous Question Paper – 2007
৪।(ক) এক কথায় প্রকাশ করুন : ১০
যা মাটি ভেদ করে ওঠে -> উদ্ভিদ
সুমিত্রা পুত্র -> সৌমিত্র
জানু পর্যন্ত লম্বিত -> আজানুলম্বিত
হাতী বাঁধার স্তম্ভ -> হিনজির
অশ্ব রক্ষা করে যে -> কিশোর
Miscellaneous Question Paper – 2006
৪|(খ) পদ পরিবর্তন করুন : ১০
পশু -> পাশবিক
মর্ত -> মর্ত্য
ত্রিমাত্রিক -> ত্রিঘাত
দুর্লঙঘ্যতা -> দুর্লঙঘ্য
সহিত -> সহ
Miscellaneous Question Paper – 2005
৪|(গ) এক কথায় প্রকাশ করুন : ১০
অন্যের প্রতি নির্ভরশীল গাছ -> পরগাছা
যাহাকে আর অবিবাহিত রাখা যায় না -> অরক্ষণীয়া
ঘোড়া রাখিবার স্থান -> আস্থাবল
যিনি বহু দেখিয়াছেন -> ভূয়দর্শী
একই সময়ে একই গুরুর শিষ্য -> সতীর্থ
Miscellaneous Question Paper – 2004
৪।(ক) এক কথায় প্রকাশ করুন : ১০
যে বাক্যের অতীত ->
দশরথের পুত্র -> দাশরথ
যে কথার দুটি অর্থ -> অন্যতম
যে আপনার বর্ণ গোপন রাখে -> বর্ণচোরা
যা সরোবরে জন্মায় -> সরোজ
Miscellaneous Question Paper – 2003
৪|(গ) এক কথায় প্রকাশ করুন : ১০
বরের অনুগামী যাত্রী -> বরযাত্রী
মনে জন্মে যা -> মনসিজ
মানুর পুত্র -> মানব
যে নিজেকে হত্যা করে -> আত্মঘাতী
যিনি দার পরিগ্রহ(বিবাহ) করেননি -> অকৃতদার
Miscellaneous Question Paper – 2002
৪।(ক) এক কথায় পরিণত করুন : ১০
অর্জুনের ধনু -> গাণ্ডিব
অশ্ব রাখার স্থান -> আস্থাবল
রাধার পুত্র -> রাধেয়
এ পর্যন্ত যার শত্রু জন্ময়নি -> অজাতশত্রু
আকাশ স্পর্শ করে যে -> খেচর