রসায়ন বিজ্ঞান – WBCS Preliminary Question Paper
Contents
WBCS Preliminary Question – 2020
93. গ্রাফাইট, কার্বন এবং হীরা হল
(A) আইসোটোপ
(B) আইসোমার
(C) আইসোটোন
(D) অ্যালোট্রোপ
114. পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ এটি
(A) জীবাণুমুক্তকারী
(B) জারক
(C) বিজারক
(D) লিচিং
170. প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন
(A) মেরী কুরি
(B) আর্নেস্ট রাদারফোর্ড
(C) হেনরি বেকারেল
(D) এনরিকো ফার্মি
174. কোনটি একটি সার ?
(A) নাইট্রোজেন
(B) অক্সিজেন
(C) ফসফরাস
(D) সোডিয়াম নাইট্রেট
182. হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয় ?
(A) পারমাণবিক বিচ্ছেদ বিক্রিয়া
(B) পারমাণবিক সংযোজন বিক্রিয়া
(C) প্রাকৃতিক তেজস্ক্রিয়তা
(D) কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া
192. বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে —
(A) নাইট্রোজেন
(B) হাইড্রোজেন
(C) কার্বন ডাই–অক্সাইড
(D) অক্সিজেন
200. L.P.G. –এর সংমিশ্রণে থাকে
(A) মিথেন এবং বিউটেন
(B) প্রোপেন এবং বিউটেন
(C) ইথেন এবং প্রোপেন
(D) ইথেন এবং বিউটেন
WBCS Preliminary Question – 2019
130. ‘বিউটি পার্লারে‘ চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়
(A) ক্লোরিন
(B) সালফার
(C) ফসফরাস
(D) সিলিকন
131. নীচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ?
(A) ইউরিয়া
(B) অ্যামোনিয়াম নাইট্রেট
(C) পটাশিয়াম নাইট্রেট
(D) অ্যামোনিয়াম ফসফেট
137. যেটির pH < 7 সেটি হল
(A) লেবুর রস
(B) চুন জল
(C) মানুষের রক্ত
(D) অম্লাশক (এন্টাসিড)
138. দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেয়া হয় । যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি হল
(A) আম্লিক
(B) নিরপেক্ষ (নিউট্রাল)
(C) ক্ষারীয়
(D) ক্ষয়কারক (করোসিভ)
139. নীচের কোনটি সিমেন্টের মূল উপাদান ?
(A) জিপসাম
(B) চুনাপাথর
(C) মাটি
(D) ছাই
140. পিতল কোনটির মিশ্রণ ?
(A) তামা ও দস্তা
(B) তামা ও টিন
(C) তামা, নিকেল ও দস্তা
(D) তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
WBCS Preliminary Question – 2018
140. ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হল
(A) বিয়োজন
(B) হাইড্রোলাইসিস
(C) বিজারণ
(D) জারণ
145. ভিনিগারের রাসায়নিক নাম
(A) সোডিয়াম নাইট্রেট
(B) লঘু অ্যাসিটিক অ্যাসিড
(C) ক্লোরাইড অফ লাইম
(D) ক্যালশিয়াম
153. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC’ কথাটি হল
(A) পলিভিনাইল ক্লোরাইড
(B) পলিভিনাইল কার্বোনেট
(C) ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড
(D) ফসফো ভিনাইল ক্লোরাইড
157. কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?
(A) গ্রাফাইট
(B) জীপসাম
(C) জিঙ্ক
(D) লেড
WBCS Preliminary Question – 2017
26. পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো —
(A) তামা
(B) প্লাটিনাম
(C) লোহা
(D) সিসা
27. কোন গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় ?
(A) শ্রেণিসজ্জায়
(B) সমান্তরাল সজ্জায়
(C) শ্রেণীসজ্জায় বা সমান্তরাল সজ্জায়
(D) শ্রেণীসজ্জায় এবং সমান্তরাল সজ্জায়
40. ‘লাল‘ বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ —
(A) রক্তের রং লাল
(B) বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে
(C) লাল রং সহজলভ্য
(D) লাল রং চোখের ক্ষেত্রে সুখকর
65. একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, যখন —
(A) Δ G = – ve
(B) Δ H = – ve
(C) Δ S = + ve
(D) Δ S = – ve
84. RBr –কে RMgBr –এ রূপান্তর করতে লাগবে —
(A) Mg/dry ether/ N2-atmosphere
(B) Mg/moist ether/ N2-atmosphere
(C) Mg/ethanol / N2-atmosphere
(D) Mg/dry ether/ O2-atmosphere
144. নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
(A) গ্লাইকোলিসিস
(B) সন্ধান
(C) সাইট্রিক অ্যাসিড চক্র
(D) ইলেকট্রন পরিবহন
145. দ্রুততম SN1 বিক্রিয়া হবে —
(A) MeO – CH2 – Cl
(B) Me – CH2 -Cl
(D) Ph – CH2 – CH2 – Cl
146. সবচেয়ে শক্তিশালী electropositive মৌলটি হল —
(A) Cs
(B) Li
(C) Mg
(D) k
148. SF4 অণুর গঠন হল —
(A) বর্গক্ষেত্র প্ল্যানার
(B) চতুস্তল
(C) অষ্টতলকীয়
(D) ঢেঁকিকল
189. CH3 ≡ CCH –কে CH3CH=CH2 –এ রূপান্তর করতে লাগবে —
(A) Lindlar caralyst
(B) H2/Pd
(C) NaBH4
(D) LiAlH4
WBCS Preliminary Question – 2016
128. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ —
(A) ফাস্ফোভিনাইল ক্লোরাইড
(B) পলিভিনাইল কার্বনেট
(C) পলিভিনাইল ক্লোরাইড
(D) ফাস্ফো ভ্যানাডিয়াম ক্লোরাইড
133. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?
(A) নাইট্রোজেন
(B) কার্বন ডাই–অক্সাইড
(C) হাইড্রোজেন
(D) নিয়ন
143. 1984 –র ভোপাল গ্যাস দুর্ঘটনায় নীচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল ?
(A) মিথাইল আইসোসায়ানাইড
(B) মিথাইল আইসোসায়ানেট
(C) মিথাইল আইসোক্লোরাইড
(D) মিথাইল আইসোক্লোরেট
157. নিচের কোনটি ‘লাফিং গ্যাস‘ নামে পরিচিত ?
(A) নাইট্রিক অক্সাইড
(B) নাইট্রাস অক্সাইড
(C) নাইট্রোজেন পেন্টা অক্সাইড
(D) নাইট্রোজেন