ভারতের সংবিধান ও রাজনীতি – WBCS Preliminary Question Paper

 

ভারতের সংবিধান ও রাজনীতি - WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

  1. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

(A) ভারতীয় ন্যাশনাল কংগ্রেস     

(B) ইন্ডিয়ান লিগ      

(C) ভারতীয় সাংবিধানিক সভা     

(D) উপরের কোনোটিই নয়

 

  1. Constituent Assembly ‘ভারতীয় সংবিধান’ গ্রহণ করেছে

(A) 15ই আগস্ট, 1947     

(B) 26শে জানুয়ারি, 1950      

(C) 26 শে নভেম্বর, 1949     

(D) 2রা অক্টোবর, 1950

 

  1. মহামান্য সুপ্রীম কোর্টের আদেশবলে ‘RTI’ প্রয়োগ করা যাবে

(A) Office of the CBI তেও.

(B) Office of the NIA তেও

(C) Office of the CJI তেও

(D) Office of the PMO তেও

 

  1. ভারতের ‘সংবিধান দিবস’ পালিত হয়

(A) 3রা ডিসেম্বর       

(B) 25শে অক্টোবর      

(C) 5ই জানুয়ারী        

(D) 26শে নভেম্বর

 

  1. ‘Lokpal’ এর আক্ষরিক অর্থ

(A) Caretaker of the people

(B) Execution of public services

(C) Looking after the Weaker section of society

(D) Motivate civilians

 

  1. ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন

(A) মোহনদাস করমচাঁদ গান্ধী

 (B) জওহরলাল নেহেরু

(C) ডঃ বি আর আম্বেদকর

(D) সর্দার বল্লভ ভাই প্যাটেল

 

  1. রাজ্যসভার সভাপতি হলেন

(A) ভারতের রাষ্ট্রপতি

(B) ভারতের উপরাষ্ট্রপতি

(C) ভারতের প্রধানমন্ত্রী

(D) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

 

  1. ভারতীয় সংবিধান অনুসারে, রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে

(A) লোকসভার সদস্যদের

(B) রাজ্যসভার সদস্যদের

(C) রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি-কে

(D) অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া-কে

 

  1. ‘Lokpal’ এর ‘Logo’ তে সর্তকতা চিহ্নিত আছে

(A) তিরঙ্গা       

(B) অশোক চক্র      

(C) বিচারকের বেঞ্চ      

(D) দু’ হাত

 

 

 

WBCS Preliminary Question – 2019

  1. ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি

(A) মৌলিক অধিকার      

(B) স্বাভাবিক অধিকার      

(C) সাংবিধানিক অধিকার        

(D) বৈধ বা আইনি অধিকার

 

  1. ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে —

(A) Preamble to the Constitution -এ .

(B) Directive Principles of State Policy –

(C) Fundamental Duties -এ .

(D) Ninth Schedule -এ .

 

  1. যদি একটি Monetary Bill রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয়, তবে পরবর্তী ধাপ কী হবে ?

(A) লোকসভা, রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে

(B) লোকসভা পুনরায় বিবেচনার জন্য ঐ বিল গ্রহণ করতে পারে না ।

(C) লোকসভা ঐ বিল পুনরায় রাজ্যসভায় ফেরত পাঠাতে পারে পূনর্বিবেচনার জন্য ।

(D) রাষ্ট্রপতি একটি যৌথ আলোচনায় বসার জন্য বলতে পারেন বিলটি পাশ করার জন্য ।

 

  1. ‘Welfare State’ -এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায় ?

(A) প্রস্তাবনায়       

(B) রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে    

(C) মৌলিক অধিকারে    

(D) সপ্তম তালিকায় 

 

  1. ‘Panchayati Raj’ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা ?

(A) উন্নতিতে জনগণের অংশগ্রহণ

(B) রাজনৈতিক দায়বদ্ধতা

(C) গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ  

(D) আর্থিক যোজন

 

  1. ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে—

(A) ভারতের রাষ্ট্রপতি       

(B) লোকসভা     

(C) ভারতের প্রধান বিচারপতি     

(D) আইন কমিশন 

 

  1. সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন Article -এ নিশ্চিত করা হয়েছে ?

(A) Article 16      

(B) Article 17      

(C) Article 18       

(D) Article 19

 

  1. ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে ?

(A) First Schedule     

(B) Second Schedule      

(C) Sixth Schedule      

(D) Seventh Schedule

 

  1. ভারতীয় সংবিধানের 86 নং সংশোধনে Directive Principle -এ পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য ?

(A) early childhood care and education for all children until they complete the age of six years.

(B) the state to provide free legal aid.

(C) encouraging village panchayats,

(D) prohibiting intoxicating drinks and drugs injurious to health.

 

  1. কোন রাজ্যে District Judge যুক্ত হন

(A) Governor দ্বারা

(B) High court -এর প্রধান বিচারক দ্বারা

(C) রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা

(D) রাজ্যের Advocate General দ্বারা

 

  1. ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায়

(A) পার্লামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে

(B) পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ।

(C) লোকসভায় এককভাবে ।

(D) রাজ্যসভায় একক ভাবে ।

 

  1. নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার কর :

        Public Accounts -এর উপর Parliamentary Committee

  1. লোকসভার 25 জন সদস্য -এর অধিক দ্বারা গঠিত হয় না ।
  2. কেবলমাত্র আইনি ও বৈধতার নিরিখে public expenditure পরীক্ষা করে না কোন রকম technical অনিয়ম আছে কিনা জানার জন্য, উপরন্তু অর্থনৈতিক, স্বচ্ছতা, জ্ঞান এবং যথার্থতা দেখার জন্যও পরীক্ষিত হয় ।
  3. ভারতের Comptroller এবং Auditor General এর রিপোর্ট পরীক্ষার জন্য ।

  উপরিউল্লিখিত কোন উত্তর বা উত্তরগুলি সঠিক ?

(A) কেবলমাত্র 1     

(B) 2 এবং 3     

(C) কেবলমাত্র 3     

(D) 1, 2 এবং 3

 

  1. নিম্নলিখিত কোন সংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে ?

(A) রাষ্ট্রপতির

(B) রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের

(C) রাজ্যপালের

(D) ভারতীয় সুপ্রিম কোর্টের মুখ্য বা প্রধান বিচারকের

 

  1. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে ?

(A) পরিকল্পনা কমিশন      

(B) আন্তঃরাজ্য কাউন্সিল      

(C) নদীর জলসংক্রান্ত ট্রাইব্যুনাল      

(D) অর্থ কমিশন

 

  1. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার

(A) একস্তর       

(B) দ্বিস্তর       

(C) তিনস্তর      

(D) চারস্তর

 

  1. ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভায় SC এবং ST -র জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত ?

(A) 54তম সংশোধন       

(B) 63তম সংশোধন      

(C) 111তম সংশোধন      

(D) 79তম সংশোধন

 

  1. 123 তম সংবিধান সংশোধনে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ?

(A) ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেসএর ক্ষমতায়ন

(B) ন্যাশনাল কাউন্সিল ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস -এর ক্ষমতায়ন

(C) ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউল কাস্টস -এর ক্ষমতায়ন

(D) ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টস -এর ক্ষমতায়ন

 

  1. ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে ?

(A) 496       

(B) 497      

(C) 498       

(D) 499

 

  1. সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীর ক্ষমতা দেয়া হয়েছে ?

(A) 156      

(B) 155       

(C) 154     

(D) 153

 

 

 

WBCS Preliminary Question – 2018

  1. ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়

(A) কেন্দ্রীয় তালিকায়      

(B) রাজ্য তালিকায়       

(C) যৌথ তালিকায়       

(D) উপরের কোনোটিই নয়

 

  1. সিকিম ভারতের full-fledged রাজ্য ঘোষিত হয়

(A) 1985 -এ        

(B) 1975 –        

(C) 1965 -এ      

(D) 1875 -এ

 

  1. ভারতীয় সংবিধান গৃহিত হয়

(A) জানুয়ারী 26, 1950      

(B) জানুয়ারী 26, 1949        

(C) নভেম্বর 26, 1949      

(D) ডিসেম্বর 31, 1949

 

  1. নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি ?

(A) রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান

(B) লোকসভার ডেপুটি স্পিকার

(C) রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার

(D) ডেপুটি প্রাইম মিনিস্টার

 

  1. পূর্বতন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কোন রাজ্যে ভারতীয় ইতিহাস কংগ্রেসের ৭৭তম অধিবেশনের সূচনা করেন ?

(A) কেরল       

(B) কর্ণাটক       

(C) তামিলনাড়ু       

(D) উপরের কোনোটিই নয়

 

  1. ভারতীয় সংবিধানে কোন article -এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ?

(A) Article 40      

(B) Article 41     

(C) Article 42     

(D) Article 43

 

  1. Ombudsman প্রতিষ্ঠান -এর সূত্রপাত হয়

(A) ডেনমার্ক -এ     

(B) সুইৎজারল্যান্ড -এ      

(C) সুইডেন      

(D) ফ্রান্স -এ

 

  1. অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও

(A) 4 জন সদস্য নিয়ে        

(B) 5 জন সদস্য নিয়ে      

(C) 6 জন সদস্য নিয়ে     

(D) 7 জন সদস্য নিয়ে

 

  1. নীতি আয়োগ তৈরি হয়েছে

(A) Union Cabinet – প্রস্তাব পাসের দ্বারা

(B) ভারতীয় সংবিধান সংশোধন -এর দ্বারা

(C) (A) ও (B) উভয়ই দ্বারা 

(D) (A) ও (B) কোনোটির দ্বারা নয় 

 

  1. সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী ‘forcing a person to undergo polygraph, brain mapping and narco analysis tests, as violative of

(A) ধারা 25     

(B) ধারা 20      

(C) ধারা 21 এবং ধারা 20(3)     

(D) ধারা 360

 

  1. সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?

(A) 56       

(B) 73     

(C) 74     

(D) 76

 

 

 

WBCS Preliminary Question – 2017

  1. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা —  

(A) এক-স্তরীয়    

(B) দুই-স্তরীয়      

(C) তিনস্তরীয়    

(D) চার-স্তরীয়

 

  1. রাজ্যসভার চেয়ারম্যান হলেন —

(A) বিরোধী দলের নেতা     

(B) রাষ্ট্রপতির মনোনীত সদস্য      

(C) ভারতের উপরাষ্ট্রপতি      

(D) উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য

 

  1. পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় ?

(A) লোকসভার অনুমোদন       

(B) অর্থমন্ত্রীর অনুমোদন      

(C) রাজ্যসভার অনুমোদন     

(D) এর কোনোটিই নয়

 

  1. ‘রাজস্ব-দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা আইন 2004’ -এর উদ্দেশ্য হলো—

(A) আয় ঘাটতি কমানো

(B) রাজস্ব ঘাটতি কমানো

(C) 2011 সাল থেকে সরকারি ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরের GDP -এর 50% বেশি না রাখা 

(D) উপরের সবগুলিই

 

  1. মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে —

(A) মহারাষ্ট্র ও গুজরাট       

(B) তামিলনাড়ু কেরল      

(C) ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ     

(D) গুজরাট ও রাজস্থান

 

  1. 29/11/949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না ?

(A) মৌলিক অধিকার      

(B) মৌলিক কর্তব্য      

(C) রাষ্ট্রপতি শাসন      

(D) জরুরি অবস্থা  

 

  1. আইন-শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত ?

(A) যৌথ তালিকা      

(B) রাজ্য তালিকা      

(C) কেন্দ্র তালিকা     

(D) এর কোনোটিই নয়

 

  1. ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে ?

(A) 274 ও 275 ধারা      

(B) 275 ও 296 ধারা      

(C) 275 ও 285 ধারা       

(D) 275 282 ধারা

 

  1. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —

(A) উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি      

(B) ভারতের রাষ্ট্রপতি     

(C) ভারতের প্রধানমন্ত্রী     

(D) লোকসভার অধ্যক্ষ

 

 

 

WBCS Preliminary Question – 2016

  1. লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা—

(A) 7      

(B) 10       

(C) 15     

(D) 20 

 

  1. ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে ?

(A) 41 নং ধারা       

(B) 42 নং ধারা      

(C) 43 নং ধারা      

(D) 44 নং ধারা

 

  1. ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে ?

(A) 40 নং ধারা       

(B) 41 নং ধারা       

(C) 42 নং ধারা      

(D) 43 নং ধারা

 

  1. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোন একটির জন্য ?

(A) 26 নং ধারা      

(B) 27 নং ধারা     

(C) 28 নং ধারা       

(D) 29 নং ধারা

 

  1. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না ?

(A) 25 নং ধারা     

(B) 26 নং ধারা      

(C) 27 নং ধারা       

(D) 28 নং ধারা

 

  1. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে ?

(A) 24 নং ধারা      

(B) 25 নং ধারা       

(C) 26 নং ধারা     

(D) 27 নং ধারা

 

  1. ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ?

(A) 16 নং ধারা       

(B) 17 নং ধারা       

(C) 18 নং ধারা       

(D) 19 নং ধারা

 

  1. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার ‘অস্পৃশ্যতা’র অবলুপ্তি ঘটানো হয়েছে ?

(A) 12 নং ধারা       

(B) 15 নং ধারা       

(C) 16 নং ধারা       

(D) 17 নং ধারা

 

  1. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে ?

(A) 10 নং ধারা      

(B) 11 নং ধারা      

(C) 12 নং ধারা     

(D) 13 নং ধারা

 

  1. ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে ?

(A) 1 নং অংশে       

(B) 2 নং অংশে       

(C) 3 নং অংশে     

(D) 4 নং অংশে

 

  1. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে ?

(A) 1 নং ধারা       

(B) 2 নং ধারা       

(C) 3 নং ধারা       

(D) 4 নং ধারা

 

  1. পার্লামেন্টে তাঁর সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না—

(A) ভারতীয় প্রধানমন্ত্রী       

(B) লোকসভার অধ্যক্ষ      

(C) ভারতের রাষ্ট্রপতি     

(D) কেন্দ্রীয় অর্থমন্ত্রী

 

  1. “ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়— কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়” —কথাটি কে বলেছিলেন ?

(A) জহরলাল নেহেরু        

(B) ডি বসু     

(C) ডঃ আম্বেদকর    

(D) রাজেন্দ্র প্রসাদ

 

  1. আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত ?

(A) 40      

(B) 47    

(C) 50     

(D) 57

 

  1. এখনও পর্যন্ত কয়টি ফিন্যান্স কমিশন তাঁদের প্রতিবেদন দাখিল করেছেন ?

(A) 9 টি      

(B) 10 টি     

(C) 11 টি      

(D) 12 টি

 

 

 

 

 

Home
Search
Mock Tests
Menu
×