ভারতের অর্থনৈতিক ভূগোল – WBCS Preliminary Question Paper
Contents
WBCS Preliminary Question – 2020
- বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হল
(A) ভারত
(B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) চিন
(D) অস্ট্রেলিয়া
- সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) মধ্যপ্রদেশ
(B) কর্ণাটক
(C) অন্ধপ্রদেশ
(D) মহারাষ্ট্র
- বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে ?
(A) বনস
(B) চম্বল
(C) শতদ্রু
(D) যমুনা
- কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
(A) তেলেঙ্গানা
(B) কেরল
(C) জম্মু ও কাশ্মীর
(D) অন্ধ্রপ্রদেশ
- গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত ?
(A) ওখা
(B) আলাঙ
(C) কান্দালা
(D) বেড়াভাল
- ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল
(A) বিহার
(B) অন্ধপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) তামিলনাড়ু
- জাতীয় জলবিদ্যুৎ প্রকল্পের reference সহ নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন :
1. এটি বিশ্বব্যাঙ্কের সহায়তায় 2016 সালে চালু হয়েছিল ।
2. এটি জাতীয় জলাতথ্যকেন্দ্র স্থাপনের ব্যবস্থা করে ।
3. উদ্দেশ্যটি হল জনসম্পদ তথ্যের ব্যাপ্তি, গুণগত মান এবং অভিগম্যতা উন্নতি করে করা ।
উপরোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি /কোনগুলি সঠিক ?
(A) কেবলমাত্র 1 এবং 2
(B) কেবলমত্র 2 এবং 3
(C) 1, 2 এবং 3
(D) উপরের কোনোটিই নয়
- সর্বশেষ Census of Indian Population (জনগণনা) হয়েছিল
(A) 1991
(B) 2001
(C) 2011
(D) 2019
- কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে ?
(A) মাদ্রাজ
(B) থাঞ্জাভুর
(C) কন্যাকুমারী
(D) করমন্ডল উপকূল
- কাঁকরাপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত ?
(A) কোটা
(B) কালপক্কম
(C) সুরাট
(D) মুম্বাই
WBCS Preliminary Question – 2019
- তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে
(2nd June 2014)
(A) 1লা জুন, 2013
(B) 1লা জুন, 2014
(C) 1লা জুন, 2015
(D) 1লা জুন, 2016
- জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ?
(A) 0-5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
(B) 6-15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
(C) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
(D) 65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
WBCS Preliminary Question – 2018
- আগ্রা দিয়ে কলকাতা-মুম্বই জাতীয় সড়ক এই নামে পরিচিত :
(A) NH-5
(B) NH-8
(C) NH-3
(D) NH-6
- ভারতের _______ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত ।
(A) বিহার
(B) ওডিশা
(C) কর্ণাটক
(D) রাজস্থান
- ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে :
(A) পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত
(B) কাশ্মীর উপত্যকা
(C) উত্তর কাশ্মীর সমভূমি
(D) পুঞ্চ
- নিউ দিল্লিতে ‘Ring Road’ -এর গুরুত্ব :
(A) শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা
(B) ভারী যানবাহনকে শহরের কেন্দ্রে ঢুকতে হয় না
(C) (A) ও (B) দুটিই
(D) উপরের কোনোটিই নয়
WBCS Preliminary Question – 2017
- কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলো —
(A) কার্পাস
(B) তৈলবীজ
(C) ইক্ষু বা আখ
(D) তামাক
- নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে ?
(A) চেন্নাই
(B) বিশাখাপত্তনম
(C) হলদিয়া
(D) নব তুতিকোরিন
- ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —
(A) কার্পাস বয়নশিল্প
(B) সার
(C) লৌহ–ইস্পাত
(D) অ্যালুমিনিয়াম
- এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো—
(A) মুম্বাই
(B) দিল্লি
(C) কলকাতা
(D) চেন্নাই
- পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো —
(A) কাবেরী
(B) পেন্নার
(C) কৃষ্ণ
(D) গোদাবরী
- ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো—
(A) সুর্মা উপত্যকা
(B) দিগবয়
(C) রুদ্রসাগর
(D) নাহোরকাটিয়া
WBCS Preliminary Question – 2016
- নীচের কোনটি রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে ?
(A) ত্রিপুরা
(B) মেঘালয়
(C) নাগাল্যান্ড
(D) মিজোরাম
- আদমসুমারি 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ন যে রাজ্যটিতে —
(A) মহারাষ্ট্র
(B) গোয়া
(C) তামিলনাড়ু
(D) কেরালা
- আদমসুমারি 2011 অনুযায়ী নীচের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন ?
(A) জম্মু এবং কাশ্মীর
(B) বিহার
(C) অরুণাচলপ্রদেশ
(D) মণিপুর
- ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো —
(A) গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
(B) হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম
(C) মার্মাগাঁও ডক, মুম্বাই
(D) কোচিন শিপইয়ার্ড, কোচি
- ভারতের কোন রাজ্যে Tank irrigation -এর শতকরা হার সর্বাধিক ?
(A) তামিলনাড়ু
(B) পশ্চিমবঙ্গ
(C) কেরালা
(D) কর্ণাটক
- নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, কারণ —
(A) ইনসারজেন্সি (Insurgency)
(B) স্থানান্তর কৃষি
(C) নগরায়ন
(D) দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
- ভারতের যেখানে জোয়ার শক্তি (Tidal Power) উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে —
(A) মালাবার উপকূল
(B) কোঙ্কন উপকূল
(C) গুজরাট উপকূল
(D) করমন্ডল উপকূল