পৃথিবীর ভূগোল ও প্রাকৃতিক ভূগোল – WBCS Preliminary Question Paper

 

পৃথিবীর ভূগোল ও প্রাকৃতিক ভূগোল - WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

  1. উত্তর গোলার্ধের জন্য সঠিক জোড়গুলি শনাক্ত করুন :

1. মকর সংক্রান্তি— ডিসেম্বর 22nd

2. জলবিষুব— সেপ্টেম্বর 23rd

3. কর্কট সংক্রান্তি — জুন 21st

4. মহাবিষুব — মার্চ 21st

   প্রদত্ত কোড থেকে সঠিক উত্তরটি চয়ন করুন :

(A) 1 এবং 2     

(B) 2 এবং 3      

(C) 3 এবং 4      

(D) সবকটি সঠিকভাবে মেলে

 

  1. সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছতে সময় লাগে

(A) 2 মিনিট      

(B) 8 মিনিট      

(C) 4 মিনিট     

(D) 16 মিনিট

 

  1. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়

(A) মেট্রিক স্কেল      

(B) কোয়াক স্কেল        

(C) রিখটার স্কেল       

(D) এপিসেন্টার স্কেল

 

 

 

WBCS Preliminary Question – 2019

  1. মানস সরোবর অবস্থিত

(A) কারাকোরাম পর্বতশ্রেণিতে      

(B) পিরপাঞ্জাল পর্বতশ্রেণিতে      

(C) কৈলাস পর্বতশ্রেণিতে     

(D) মহাভারত পর্বতশ্রেণিতে

 

  1. বাঁস্দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

(A) উত্তরপ্রদেশ        

(B) গুজরাট      

(C) রাজস্থান     

(D) মধ্যপ্রদেশ

 

 

 

WBCS Preliminary Question – 2016

  1. Astronomy বলতে নীচের কোন বিষয়ের ওপর পড়াশোনা করা বোঝায় ?

(A) চন্দ্র       

(B) তারকা      

(C) আকাশ     

(D) সূর্য

 

  1. শিল্পের অবস্থান সংক্রান্ত মডেলটিতে ওয়েবার ব্যবহার করেছেন—

(A) Isogons      

(B) Isophenes      

(C) Isodapanes     

(D) Isotachs

 

  1. ট্রোপোপোজ (Tropopause) হল —

(A) ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যবর্তী অংশ 

(B) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের উপরে একটি প্রাকৃতিক ছত্র 

(C) A এবং B উভয়েই সত্য 

(D) A এবং B কোনোটিই নয়

 

 

 

en English

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Menu
×