পদার্থবিজ্ঞান ও প্রযুক্তি – WBCS Preliminary Question Paper
Contents
WBCS Preliminary Question – 2020
40. স্যার সি. ভি. রমন Nobel পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য ?
(A) বিক্ষেপণ
(B) বিচ্ছুরণ
(C) ব্যতিচার
(D) সমবর্তন
77. নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হল—:
(A) তাপ
(B) কৌণিক ভরবেগ
(C) সময়
(D) কাজ
88. পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় —
(A) ফার্মি
(B) অ্যাংস্ট্রম
(C) নিউটন
(D) টেসলা
123. অতি পরিবাহী পদার্থ যারা
(A) কম তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে ।
(B) বিদ্যুৎ প্রবাহে উচ্চ প্রতিরোধ তৈরি করে ।
(C) বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না ।
(D) উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে ।
124. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় ?
(A) শূন্যস্থানে
(B) গ্যাসে
(C) তরলে
(D) কঠিন পদার্থে
165. শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ হল
(A) কালির সান্দ্রতা
(B) কৈশিক (capillary) ক্রিয়া
(C) কালির আশ্লেষ (diffusion)
(D) সাইফন (siphon) ক্রিয়া
198. টি.ভি. রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, তা হল
(A) ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি
(B) রেডিও ফ্রিকোয়েন্সি
(C) ভিসিবল ফ্রিকোয়েন্সি
(D) অতিবেগুনি ফ্রিকোয়েন্সি
WBCS Preliminary Question – 2019
129. কোন চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হল । বিমান চালক দেখবে যে
(A) বোমটি বক্রপথে চলে ঐ স্থানের পিছনে পড়ে ।
(B) বোমটি বক্রপথে চলে ঐ স্থানের সামনে পড়ে । .
(C) বোমটি উলম্বভাবে নীচে পড়ে ।
(D) বোমাটি কিছু সময় বায়ুতে স্থির থাকে ।
132. উত্তম তাপ শোষকরা হল
(A) দুর্বল বিকিরক
(B) অ–বিকিরক
(C) উত্তম বিকিরক
(D) উচ্চ পালিশযুক্ত
133. ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে
(A) শ্বাসক্রিয়ার অক্সিজেন আসার জন্য ।
(B) যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে ।
(C) বাতাসের পরিচলনস্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য ।
(D) কার্বন ডাই অক্সাইডের একটি নির্গমন পথ রাখার জন্য ।
134. তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার
(A) পিচ (তীক্ষ্ণতা) দ্বারা
(B) কোয়ালিটি (গুণ বা জাতি) দ্বারা
(C) প্রাবল্য (তীব্রতা) দ্বারা
(D) বেগ দ্বারা
135. ‘আলোকবর্ষ‘ হল
(A) এক বছরে সূর্য যে আলো বিকিরণ করে ।
(B) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে ।
(C) শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে ।
(D) সূর্যের চারদিকে এক বার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে ।
136. তারাদের ঝিকিমিকি করার কারণ হল
(A) এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়
(B) পৃথিবীর ঘূর্ণন
(C) তারাদের বিশাল আকার
(D) এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি
144. দুটি গাড়ি, উচ্চগতিতে একে অপরকে অতিক্রম করছে । তাদের পাশাপাশি চলার বিপদ –এর কারণ
(A) তাদের মাঝের অংশের বায়ুর চাপ বেড়ে যাওয়া ।
(B) তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ কমে যাওয়া ।
(C) তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া ।
(D) তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ বেড়ে যাওয়া ।
145. প্রতি একর ভরে বেশি ক্যালরি যোগান দেয় যে খাদ্য তা হল
(A) প্রোটিন
(B) কার্বোহাইড্রেট
(C) ফ্যাট
(D) জল
150. চৌম্বক মেরুতে বিনতি কোণ—
(A) 45°
(B) 30°
(C) শূন্য
(D) 90°
WBCS Preliminary Question – 2018
51. গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ____ %
(A) 1
(B) 3
(C) 5
(D) 7
54. সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের ______ সমান
(A) কম্পাঙ্ক
(B) বিস্তার
(C) শূন্যস্থানে তরঙ্গদৈর্ঘ্য
(D) শূন্যস্থানে বেগ
58. শব্দের বেগ সব চেয়ে বেশি
(A) কঠিনে
(B) তরলে
(C) গ্যাসে
(D) শূন্যস্থানে
66. বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক
(A) বাড়বে
(B) কমবে
(C) একই থাকবে
(D) উপরের কোনোটিই নয়
74. নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে
(A) উত্তল লেন্স দ্বারা
(B) অবতল লেন্স দ্বারা
(C) অভিসারী লেন্স দ্বারা
(D) উপরের কোনোটিই নয়
79. লাল + সবুজ + নীল = ?
(A) সাদা
(B) কালো
(C) মেরুন
(D) নীল
109. 16 bits (বিটস) –এর সমাহারকে বলে
(A) ওয়ার্ড
(B) নিবিল
(C) মেমরি ব্লক
(D) বাইট
113. একটি সুতায় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে
(A) পাথরটি স্পর্শক বরাবর যাবে ।
(B) পাথরটি ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যাবে ।
(C) পাথরটি ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে যাবে ।
(D) উপরের কোনোটিই নয় ।
119. একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে । বস্তু ও তরলটিকে ঐ অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি
(A) আগের মতই ভাসতে থাকবে ।
(B) বেশি অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে ।
(C) কম অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে ।
(D) ডুবে যাবে ।
123. USB কোন ধরণের স্টোরেজ যন্ত্র ?
(A) মুখ্য
(B) গৌণ
(C) তৃতীয় পর্যায়ক্রম
(D) উপরের কোনোটিই নয়
127. কোনটি ‘Social networking site’ নয় ?
(A) লিংডিইন
(B) উইঙ্ক
(C) ফেসবুক
(D) গুগুল প্লাস
130. এদের মধ্যে কোনটি সাধারণত Android application –এর ভাষা হিসাবে ব্যবহার করা হয় ?
(A) Java
(B) C++
(C) C
(D) PHP
135. Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয়
(A) স্পাম
(B) ফোলিস
(C) ভাইরাস
(D) বাগস্
WBCS Preliminary Question – 2017
41. একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দু‘টি অসমান বল প্রয়োগ করা হলো । এর ফলে বস্তুটির —
(A) কেবলমাত্র বৃত্তাকার গতি থাকবে
(B) কেবলমাত্র রৈখিক গতি থাকবে
(C) বৃত্তাকার বা রৈখিক কোন গতিই থাকবে না
(D) বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতিই থাকবে
86. ‘RADAR’ এর অর্থ হলো —
(A) বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক
(B) প্রস্তুত সীমা পরিমাপক উন্নত যন্ত্র
(C) উড়োজাহাজের সীমা পরিমাপক সীমা নির্ণায়ক যন্ত্র
(D) প্রস্তুত উন্নত উড়োজাহাজ সীমা পরিমাপক
116. জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুশ ডোবানো আছে । বুরুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় এর চুলগুলি পরস্পরের কাছে চলে এসেছে, কারণ —
(A) জলের পৃষ্ঠটান
(B) জলের সান্দ্রতা
(C) বুরুশের চুলগুলির স্থিতিস্থাপকতা
(D) বাতাস এবং জলের তাপমাত্রায় পার্থক্য
117. জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ —
(A) এর আয়তনের 8/9 অংশ
(B) এর আয়তনের 9/10 অংশ
(C) এর আয়তনের 10/11 অংশ
(D) এর আয়তনের 11/12 অংশ
176. 1nm –এর সমান হলো—
(A) 10Å
(B) 100Å
(C) 10µm
(D) .01mm
WBCS Preliminary Question – 2016
148. কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছেয় ?
(A) পরিবহণ
(B) পরিচলন
(C) বিকিরণ
(D) উপরোক্ত কোন ভাবেই নয়
153. নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় ?
(A) মাধ্যাকর্ষণ বল
(B) ঘর্ষণজনিত বল
(C) স্থির তড়িৎ বল
(D) স্থির চুম্বকীয় বল
161. তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ —
(A) প্রথমে বাড়ে, তারপর কমে
(B) একই থাকে
(C) বাড়ে
(D) কমে
165. X রশ্মি হল —
(A) খুব ছোটো তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ
(B) ইলেকট্রনের স্রোত
(C) খুব লম্বা তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ
(D) খালি চোখে দেখা যায় এমন বিকিরণ
169. সৌর শক্তির উৎস হল —
(A) পারমাণবিক সংযোজন
(B) পারমাণবিক বিভাজন
(C) তেজস্ক্রিয় ক্ষয়
(D) আলোক তড়িৎ ক্রিয়া
173. সমতল দর্পণের প্রতিবিম্ব হয় —
(A) সদবিম্ব এবং খাড়া
(B) অসদ বিম্ব এবং উল্টানো
(C) অসদ বিম্ব এবং খাড়া
(D) সদ বিম্ব এবং উল্টানো
176. নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উঠে যায় ?
(A) স্থিতিস্থাপকতা
(B) পৃষ্ঠটান
(C) সান্দ্রতা
(D) জলের ঘনত্ব