ভারতীয় অর্থনীতি – WBCS Preliminary Question Paper

 

ভারতীয় অর্থনীতি - WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

39. ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় depreciate করে তখন

(A) আমাদের রপ্তানি সস্তাতর আমদানির দাম বাড়ে

(B) আমদানি সস্তাতর রপ্তানির দাম বাড়ে

(C) আমদানি রপ্তানি দুইয়েরই দাম বাড়ে

(D) আমদানি রপ্তানির উপর কোনো প্রভাব পড়ে না

 

71. ভারতেঅর্থনৈতিক সংস্কারনীতিগলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে (formally) উপস্থাপিত হয়

(A) জুলাই, 1991      

(B) আগস্ট, 1947       

(C) জানুয়ারি, 1980       

(D) মার্চ, 1990

 

83. ‘গরিবি হটাওশ্লোগানটি প্রথম দিয়েছিলেন

(A) ইন্দিরা গান্ধী        

(B) রাজীব গান্ধী     

(C) সোনিয়া গান্ধী      

(D) রাহুল গান্ধী

 

85. 14 বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় 

(A) 1969 সালে       

(B) 1980 সালে     

(C) 1971 সালে     

(D) 1991 সালে

 

97. ‘অনুৎপাদক সম্পদ‘ (NPA) হল ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের

(A) বাড়ি জমি

(B) যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয় নি   

(C) সরকারি সিকিউরিটি

(D) নগদ অর্থ

 

106. মানব উন্নয়ন সূচক (HDI) প্রকাশিত হয়

(A) বিশ্ব ব্যাঙ্কএর সহায়তায়

(B) UNDP –এর সহায়তায়

(C) (IMF) আন্তর্জাতিক অর্থভাণ্ডারএর সহায়তায়

(D) নীতি আয়োগ (NITI Aayog) –এর সহায়তায় 

 

116. দ্রব্য পরিষেবা কর (GST) ভারতে প্রবর্তন করেন অর্থমন্ত্রী

(A) অরুণ জেটলি       

(B) মনমোহন সিং       

(C) প্রণব মুখার্জী      

(D) নরেন্দ্র মোদী

 

117. ভারতে 100 টাকার নোটে সই থাকে

(A) গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

(B) সেক্রেটারি, অর্থমন্ত্রক

(C) ভারতের অর্থমন্ত্রী

(D) ভারতের প্রধানমন্ত্রী

 

139. ভারতের মুদ্রাস্ফীতির হার হল

(A) দ্বিমাত্রিক (Double-digit) > 0       

(B) একমাত্রিক (Single-digit) > 0      

(C) ঋণাত্মক      

(D) শূন্য

 

149. ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা (Service) ক্ষেত্রের অবদান হল

(A) 62 শতাংশ       

(B) 50 শতাংশ       

(C) 42 শতাংশ      

(D) 23 শতাংশ

 

178. ভারতেরকৃষকের আত্মহত্যানীচের কোনটির প্রভাব হিসেবে দেখা হয় ?

(A) কৃষিক্ষেত্রের দুরবস্থা

(B) শিল্পক্ষেত্রের Stagnation বা অধোগতি

(C) জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ

(D) সবুজ বিপ্লব

 

186. Head Count Ratio (HCR) ভারতের বহুলভাবে ব্যবহৃত হয় নীচের কোনটির পরিমাপ হিসাবে ?

(A) দারিদ্র      

(B) অসাম্য       

(C) আয়      

(D) জনসংখ্যা

 

195. ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে

(A) সংগঠিত ক্ষেত্রে

(B) অসংগঠিত ক্ষেত্রে

(C) সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে

(D) বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে

 

199. জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসেবের তফাৎ হল

(A) প্রত্যক্ষ কর       

(B) অপ্রত্যক্ষ কর       

(C) ট্রান্সফার (Transfer) পেমেন্ট      

(D) ভর্তুকি ব্যয়

 

 

 

WBCS Preliminary Question – 2019

109. PCA শব্দসংক্ষেপটি কী মূল শব্দ বোঝায় ?

(A) Public Current Account

(B) Principles of Corporate Accounting

(C) Prompt Corrective Action

(D) Public Channel Agency

 

111. সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন, যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল :

(A) 15th August, 1947    

(B) 24th July, 1948      

(C) 20th January, 1951      

(D) 26th January, 1950

 

112. ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে (লোকসভার টেবিলে) উপস্থাপন করা নিম্নলিখিতগুলি

1. Recommendations of Union Finance Commission ( কেন্দ্রীয় ফিন্যান্স কমিশনের সুপারিশগুলি )

2. Public Accounts Committee –এর Report

3. Comptroller and Auditor General –এর Report

4. National Scheduled Caste Commission –এর Report

    Which of the statements given above is/are correct ?

(A) কেবলমাত্র 1     

(B) 2 এবং 4      

(C) 1, 3 এবং 4     

(D) 1, 2, 3 এবং 4

 

116. ECF কী ?

(A) Economic Capital Framework   

(B) Equity Cash Flow   

(C) Entity Concept Fund   

(D) উপরের কোনোটিই নয়

 

 

 

WBCS Preliminary Question – 2018

48. Fiscal ঘাটতি হয়

(A) রেভেনিউ রিসিপ্ট + ক্যাপিটাল রিসিপ্ট (Only recoveries of loans and other receipts) – মোট ব্যয়

(B) বাজেট ঘাটতি + সরকারের বাজার থেকে ঋণ এবং দায়

(C) প্রাথমিক ঘাটতি + সুদ প্রদান

(D) উপরের সব গুলিই

 

53. পাবলিক অ্যাডমিনিষ্ট্রেশনএর জন্য ব্যয় বিভাগ পড়ে

(A) পরিকল্পনা খাটে ব্যয়       

(B) পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়     

(C) লাভজনক খাতে ব্যয়     

(D) উপরের কোনোটিই নয়

 

118. নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয়  ?

(A) সুইৎজারল্যান্ড       

(B) UAE      

(C) দক্ষিণ আফ্রিকা      

(D) ব্রাজিল

 

138. GNP (Gross National Product) ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না ?

(A) সরকার দ্বারা পণ্য ক্রয়

(B) বেসরকারি বিনিয়োগ

(C) নাগরিকদের মাথাপিছু আয়

(D) নীট বৈদেশিক বিনিয়োগ

 

170. Financial inclusion রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে বোঝায়

(A) নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা

(B) সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমিত ব্যবস্থা

(C) Financial literacy – জন্য বর্ধিত প্রচেষ্টা

(D) উপরের সবগুলি

 

177. নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দ্বিতীয় সভার গুরুত্ব দেওয়া হয়

(A) দারিদ্র দূরীকরণ

(B) state units সকল উন্নয়ন মূলক প্রচেষ্টার আলোকপ্রাপ্ত হবে

(C) বকেয়া project শেষ করতে হবে

(D) (A) (B) উভয়ই

 

180. ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী ______ প্রয়োগের মাধ্যমে

(A) IADA (Intensive Agricultural District Programme)

(B) IAAP (Intensive Agricultural Area Programme)

(C) IADA and IAAP

(D) উপরের কোনোটিই নয়

 

183. কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় অন্তর্ভুক্ত নহে

(A) প্রতিরক্ষা ব্যয়

(B) Economic Service –এর উপর ব্যয়

(C) Social এবং Community Services –এর উপর ব্যয়

(D) রাজ্যগুলিকে অনুদান

 

190. বর্তমানে কেন্দ্রীয় সরকার সারা ভারতে JNNURM প্রকল্প দ্বারা .

(A) শহরের পরিবহন উন্নয়নে অর্থ সাহায্য করে

(B) গ্রামের পরিবহন উন্নয়নে অর্থ সাহায্য করে

(C) শহর গ্রামে অর্থ সাহায্য করে পরিবহন, বস্তি উন্নয়ন পরিবেশ রক্ষার জন্য

(D) সীমিত অর্থ সাহায্য করে গ্রামের রাস্তা উন্নতির জন্য

 

 

 

WBCS Preliminary Question – 2017

37. মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় —

(A) 1980 সালে        

(B) 1990 সালে       

(C) 1995 সালে        

(D) 2000 সালে

 

38. ভারতীয় অর্থনীতির সেবাক্ষেত্রে —

(A) GDP – 34% এর বেশি উৎপাদিত হয়

(B) GDP – 40% –এর বেশি উৎপাদিত হয়

(C) GDP – 42% –এর বেশি উৎপাদিত হয়

(D) GDP – 50% –এর বেশি উৎপাদিত হয়

 

50. ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায় ?

(A) গম        

(B) ধান       

(C) তৈলবীজ      

(D) ভুট্টা

 

68. ভারতের অকৃজাত আয়কর

(A) কেন্দ্র ধার্য করে রাজ্যগুলিকে পুরোপুরি দিয়ে দেয়

(B) রাজ্য ধার্য করে 

(C) কেন্দ্র ধার্য করে পুরোপুরি নিয়ে নেয় 

(D) কেন্দ্র ধার্য করে রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়

 

78. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কএর প্রতিষ্ঠার সালটি হলো

 (A) 1930      

(B) 1935     

(C)  1947      

(D) 1951

 

105. ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো

(A) বেশি কাঁচা টাকার লেনদেন     

(B) বেশি ব্যাঙ্ক লেনদেন      

(C) বেশি দ্রব্যবিনিময় লেনদেন    

(D) বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন  

 

106. ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি ভারতীয় পার্লামেন্টে 2005 সালে অনুমোদন করে এবং ওই আইনটি বলবৎ হয়

(A) 2006 সালে     

(B) 2009 সালে      

(C) 2014 সালে     

(D) 2016 সালে

 

125. ভারতের রেপো হার ঘোষণা করেন

(A) ভারত সরকারের অর্থদপ্তর      

(B) ভারতের প্রধানমন্ত্রী       

(C) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক     

(D) ভারতের রাষ্ট্রপতি  

 

155. ভারতে কর্মরত জনসংখ্যার 50% এরও বেশি নির্ভর করে

(A) প্রাথমিক ক্ষেত্রের উপর    

(B) সরকারি ক্ষেত্রের উপর     

(C) তৃতীয় পর্যায়ভুক্ত ক্ষেত্রের উপর      

(D) শিল্পক্ষেত্রের উপর  

 

156. AGMARK নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?

(A) শিল্প       

(B) ভারতীয় রেল       

(C) কৃষিদ্রব্য       

(D) কৃষিসংক্রান্ত অর্থ  

 

172. ভারতের মোট আভ্যন্তরীন সঞ্চয়ে সর্বাধিক অবদান হল

(A) পরিবার ক্ষেত্রের     

(B) বেসরকারি শিল্পক্ষেত্রের       

(C) সরকারি ক্ষেত্রের     

(D) বৈদেশিক ক্ষেত্রে

 

181. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল

(A) হ্যারডডোমার তত্ত্ব নির্ভর     

(B) সোলোর তত্ত্ব নির্ভর      

(C) মহলানবীশ তত্ত্ব নির্ভর      

(D) মহাত্মা গান্ধির দর্শন নির্ভর     

 

182. দামোদর ভ্যালি কর্পোরেশন হলো

(A) ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা

(B) পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা

(C) ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা

(D) পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা  

 

183. ‘অর্থনৈতিক সংস্কারভারতে কোন সালে অনুসৃত হয় ?

(A) 1889     

(B) 1990       

(C) 1991     

(D) 1992  

 

190. 1992 সালে SEBI –কে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় —

(A) চক্রবর্তী কমিশনের প্রস্তাব অনুযায়ী 

(B) চেল্লাইয়া কমিশনের প্রস্তাব অনুযায়ী

(C) তেন্ডুলকার কমিশনের প্রস্তাব অনুযায়ী

(D) নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী

 

 

 

WBCS Preliminary Question – 2016

44. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়

(A) 1950 সালে       

(B) 1951 সালে       

(C) 1952 সালে   

(D) 1954 সালে

 

50. নীতি আয়োগ গঠিত হলো

(A) কেন্দ্রীয় ক্যাবিনেটএর সিদ্ধান্তের ফলে

(B) ভারতের সংবিধানের সংশোধনীর ফলে 

(C)  (A) এবং (B) দুটিই সত্য 

(D) (A) এবং (B) কোনোটিই নয়

 

57. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল

(A) 5%       

(B) 10%       

(C) 18%     

(D) উপরের কোনোটিই নয়

 

63. ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় —

(A) 1969-1971      

(B) 1966-1969      

(C) 1968-1970      

(D) উপরের কোনোটিই নয়

 

69. ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনা কালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করেন ?

(A) ষষ্ঠ       

(B) সপ্তম     

(C) দশম     

(D) উপরের কোনটিই নয়

 

174. নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার ভুক্ত ?

(A) কর্পোরেশন কর     

(B) বৃত্তি কর       

(C) ভূমি রাজস্ব     

(D) মদের উপর অন্তঃশুল্ক

 

 

 

 

 

 

en English

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Menu
×