GK & CA – WB Police Constable Prelim Previous Year Question Paper
Contents
GK & CA – WB Police Constable Question Paper
WBP Constable Prelim Question – 2019
- ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন ?
(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) নারায়ণ দেবনাথ
(C) গগনেন্দ্রনাথ ঠাকুর
(D) আশাপূর্ণা দেবী
- ‘নীল গ্রহ (Blue Planet)’ কাকে বলে ?
(A) পৃথিবী
(B) প্লুটো
(C) ইউরেনাস
(D) শনি
- 2020 র ‘Summer Olympic’ কোথায় অনুষ্ঠিত হবে ?
(A) বেজিং
(B) টোকিও
(C) লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
(D) বার্লিন
- ‘জ্যাব (Jab)’ কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
(A) লন টেনিস
(B) বিলিয়ার্ডস
(C) বক্সিং
(D) গল্ফ
- 2019 এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন ?
(A) সাউথ আফ্রিকা
(B) ইজরায়েল
(C) মালদ্বীপ
(D) রাশিয়া
- নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
(A) হকি
(B) ব্যাডমিন্টন
(C) ফুটবল
(D) টেনিস
- ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন ?
(A) পি টি উষা
(B) উষা সচদেব
(C) অশ্বিনী নাচপ্পা
(D) কর্ণাম মলেশ্বরী
- কোন চলচ্চিত্র (film) 64 তম ‘ফিল্ম ফেয়ার 2019’ -এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে ?
(A) রাজি (Raazi)
(B) কেদারনাথ (Kedarnath)
(C) বাধাই হো (Badhai ho)
(D) সঞ্জু (Sanju)
- গিরীশ কারনাড কিসের সাথে যুক্ত ছিলেন ?
(A) বিজ্ঞান
(B) জাদুবিদ্যা
(C) নাটক
(D) খেলা
- ‘The future of India‘ কার লেখা ?
(A) বিমল জালান
(B) অমিতাভ ঘোষ
(C) অনুরাগ মাথুর
(D) দীপক চোপড়া
- ফল (fruit) সংক্রান্ত বিদ্যা (study) কে কী বলে ?
(A) স্পার্মোলজি
(B) পোমোলজি
(C) পেরোলজি
(D) অ্যান্থোলজি
- ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন ?
(A) পিনাকী চন্দ্র ঘোষ
(B) বীরপ্পা মইলি
(C) আন্না হাজারে
(D) এম. এন. ভেঙ্কট চিলিয়া
- ‘স্মৃতি মন্ধানা‘ কোন খেলার সাথে যুক্ত ?
(A) হকি
(B) বক্সিং
(C) ক্রিকেট
(D) টেবিল টেনিস
WBP Constable Prelim Question – 2018
- সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের (United Nations) নিরাপত্তা পরিষদে (Security Council) স্থায়ী সদস্য (Permanent Member) দেশের সংখ্যা কটি ?
(A) 5
(B) 10
(C) 4
(D) 6
- পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী ?
(A) পাকিস্তান পিপলস পার্টি
(B) আওয়ামী ন্যাশনাল পার্টি
(C) জামাত-এ-ইসলামি
(D) তহরিক-ই-ইনসাফ
- প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
(A) 1950
(B) 1958
(C) 1930
(D) 1924
- ‘ স্বচ্ছ সমীক্ষা’ (Cleanliness survey) অনুসারে বর্তমানে ‘ভারতবর্ষের সবচেয়ে পরিছন্ন শহর হল
(A) ইন্দোর
(B) পাটনা
(C) চেন্নাই
(D) কলকাতা
- ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি (term) ব্যবহৃত হয় ?
(A) টি
(B) পেনাল্টি কর্ণার
(C) সিলি পয়েন্ট
(D) স্ন্যাচ
- রাশিয়ার মুদ্রা কী ?
(A) ইউরো
(B) কিনা
(C) রিয়াল
(D) রুবেল
- ‘ পথের পাঁচালী’র রচয়িতা কে ?
(A) আশাপূর্ণা দেবী
(B) বুদ্ধদেব গুহ
(C) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
(D) সত্যজিৎ রায়
- কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার (Nobel Prize) প্রদান করে ?
(A) সুইডেন
(B) আয়ারল্যান্ড
(C) ইংল্যান্ড
(D) আমেরিকা
- ‘ সিটি অফ প্যালেস’ (City of Palaces) কাকে বলা হয় ?
(A) দিল্লী
(B) হায়দ্রাবাদ
(C) জয়পুর
(D) কলকাতা
- 2018 সালের শীতকালীন অলিম্পিক (Winter Olympics) কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
(A) দক্ষিণ কোরিয়া
(B) ফিনল্যান্ড
(C) রাশিয়া
(D) অস্ট্রিয়া
- ভারতে ক্রীড়া প্রশিক্ষক (coach)-দের সর্বোচ্চ পুরস্কার কোনটি ?
(A) অর্জুন পুরস্কার
(B) কালিদাস সম্মান
(C) রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার
(D) দ্রোণচার্য পুরস্কার
- ‘ লেক্সিকোগ্রাফী ‘ (Lexicography) কথাটি কিসের সাথে যুক্ত ?
(A) অভিধান সংকলন (Compilation of dictionary)
(B) প্রাচীন দেহাবশেষ (Ancient remains)
(C) অনুশাসন (Edicts)
(D) আলঙ্কারিক লিখন (Decorative writing)
- কোন ভারতীয় 2018 সালে ‘ম্যাগসাইসাই’ (Magsaysay) পুরস্কার লাভ করেন ?
(A) যোগী আদিত্যনাথ
(B) ওয়াই. সি. দেবেশ্বর
(C) প্রণব মুখার্জী
(D) সোনম ওয়াংচুক
- ‘গরবা ‘ (Garba) নাচের প্রচলন কোথায় দেখা যায় ?
(A) উত্তর প্রদেশ
(B) ছত্তীশগড়
(C) গুজরাট
(D) রাজস্থান
- ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের (Industrial Robot) নাম কী ?
(A) COMAU
(B) FANUC
(C) MOTOMAN
(D) BRABO
WBP Constable Prelim Question – 2016
- রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হল :
(A) পরশুরাম
(B) বীরবল
(C) বনফুল
(D) ভানুসিংহ
- FIR-এর পূর্ণাঙ্গ রূপ হলো :
(A) First Investigation Report
(B) First Information Report
(C) First Incident Report
(D) First Instance Report
- একটি ট্রাফিক সিগনালের দিকে তাকালে উপর থেকে নীচে এই ক্রমে কোন্ আলো দেখা যায় ?
(A) লাল – সবুজ – হলুদ
(B) সবুজ – হলুদ – লাল
(C) সবুজ – লাল – হলুদ
(D) লাল – হলুদ – সবুজ
- প্রতিবছর কোন্ দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় ?
(A) 5ই জুলাই
(B) 25শে জুন
(C) 5ই জুন
(D) 15ই জুন
- দীপা কর্মকার অলিম্পিকে কোন্ খেলায় অংশগ্রহণ করেছিলেন ?
(A) অ্যাথলেটিক্স
(B) সাঁতার
(C) জিমন্যাস্টিক
(D) বক্সিং
- সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
(A) রাঁচি
(B) দিল্লী
(C) কলকাতা
(D) মুম্বাই
WBP Constable Prelim Question – 2015
- নিচে লেখা কোন্ বিবৃতিটি কমিউনিটি পুলিশিং সম্পর্কে সেরা ব্যাখ্যা ?
(A) সামাজিক অংশগ্রহণ পদ্ধতির উন্নয়ন এবং সমস্যা সমাধানে সামাজিক নিযুক্তিকরণ ।
(B) সামাজিক আত্মনির্ভরশীলতার উন্নয়ন ও অর্থনৈতিক বিকাশ ।
(C) মানবধিকার সচেতনতা বৃদ্ধির কাজে সামাজিক নিযুক্তিকরণ ।
(D) পুলিশের কর্তব্যাদি জনসাধারণের মধ্যে হস্তান্তরকরণ ।
- নিম্নবর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রীনফিল্ড এয়ারর্পোট ?
(A) মোপা এয়ারর্পোট, গোয়া
(B) নবী মুম্বাই এয়ারর্পোট
(C) কাজী নজরুল ইসলাম এয়ারর্পোট, দুর্গাপুর
(D) নেতাজী সুভাষ চন্দ্র বোস এয়ারর্পোট, কলকাতা
- কলকাতায় মেট্রোরেল পরিষেবা চালু হয়
(A) 1984 সালে
(B) 1981 সালে
(C) 1975 সালে
(D) 1979 সালে
- ন্যাশানাল পুলিশ অ্যাকাডেমি কোথায় অবস্থিত ?
(A) বেঙ্গালুরু
(B) হায়দ্রাবাদ
(C) নাগপুর
(D) দেরাদুন
- নিম্নবর্ণিত কোন্ মহাপুরুষের জন্মদিনে ‘ন্যাশানাল ইয়ূথ ডে’ উদযাপিত হয় ?
(A) ক্ষুদিরাম বোস
(B) ভগত সিং
(C) সুভাষ চন্দ্র বোস
(D) স্বামী বিবেকানন্দ
- রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত
(A) গণিতজ্ঞ
(B) বৈজ্ঞানিক
(C) অর্থনীতিবিদ
(D) পদার্থবিদ
- NSSO পুরো কথাটি হল :
(A) ন্যাশানাল সাইন্টিফিক সার্ভে অর্গানাইজেশন
(B) ন্যাশানাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন
(C) নিউক্লিযার সায়েন্স স্টাডি অর্গানাইজেশন
(D) ন্যাশানাল সাইন্টিফিক স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন
- নীচের কোন্ দেশটির রাষ্ট্রপতিকে 2016 সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে ?
(A) কলম্বিয়া
(B) মোজাম্বিক
(C) মরক্কো
(D) নরওয়ে
(A) রাজধানী এক্সপ্রেস
(B) শতাব্দী এক্সপ্রেস
(C) দুরন্ত এক্সপ্রেস
(D) গতিমান এক্সপ্রেস