Geography – WB Police Constable Prelim Previous Year Question Paper

Geography – WB Police Constable Prelim Previous Year

Geography - WB Police Constable Prelim Previous Year Question Paper

WBP Constable Prelim Question – 2019

8. এশিয়ার বৃহত্তম নদ কোনটি ?

(A) সিন্ধু (Indus)

(B) গঙ্গা

(C) হোয়াং হো

(D) ইয়াংজে

 

14. নীচের কোনটিকেবাদামী কয়ল (brown coal)’ বলে ?

(A) অ্যানথ্রাসাইট

(B) লিগনাইট

(C) কোক

(D) বিটুমিনাস

 

29. ব্যারোমিটারের পাঠ (reading) হঠাৎ কমে গেলে, আবহওয়ার (weather) কী পরিবর্তন হবে ?

(A) খুব গরম হবে

(B) অন্তত 48 ঘণ্টা অবিরাম বৃষ্টি হবে

(C) ঠান্ডা হবে

(D) খুব ঝড় হবে

 

30. নীচের কোনটি যমজ শহর (twin city) নয় ?

(A) হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ

(B) দিল্লী নিউদিল্লী

(C) কলকাতা হাওড়া

(D) দুর্গাপুর আসানসোল

 

42. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় ?

(A) 22 শে ডিসেম্বর

(B) 4 ঠা জানুয়ারি

(C) 22 শে সেপ্টেম্বর

(D) 21 শে জুন

 

55. ‘কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)’ ভারতের নীচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?

(A) পশ্চিমবঙ্গ

(B) উত্তর প্রদেশ

(C) মিজোরাম

(D) গুজরাত

 

100. ‘বন্দীপুরঅভয়ারণ্ (Sanctuary) কোথায় অবস্থিত ?

(A) গুজরাট

(B) রাজস্থান

(C) উড়িষা

(D) কর্ণাটক

 

Sponsored

 

WBP Constable Prelim Question – 2018

  1. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল

(A) বিন্ধ্য

(B) আরাবল্লী

(C) নীলগিরি

(D) হিমালয়

 

  1. কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক (state-symbol) ?

(A) কাঠবিড়ালী (Squirrel)

(B) একশৃঙ্গ গন্ডার (One-horned Rhino)

(C) চড়ুইপাখি (House Sparrow)

(D) মেছো বিড়াল (Fishing Cat)

 

  1. একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখা (International Date Line) -কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন শে

(A) অর্ধেক দিন এগিয়ে যায় ।

(B) অর্ধেক দিন পিছিয়ে যায় ।

(C) একদিন এগিয়ে যায় ।

(D) একদিন পিছিয়ে যায় ।

 

  1. ক্রোয়েশিয়া ‘র রাজধানী কী ?

(A) হেলসিঙ্কি

(B) লা পাজ

(C) জাগ্রেব

(D) তিরানা

 

  1. ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র (Permanent Research Station) ‘ দক্ষিণ গঙ্গোত্রী ‘ কোথায় অবস্থিত ?

(A) অ্যান্টার্কটিকা

(B) আরব সাগর (Arabian Sea)

(C) হিমালয়

(D) ভারত মহাসাগর (Indian Ocean)

 

  1. 38 তম প্যারালাল (38th parallel) বিভক্ত করে

(A) ভারত ও পাকিস্তান

(B) ভারত ও নেপাল

(C) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

(D) ভিয়েতনাম ও কামপুচইয়া

 

  1. রোহিঙ্গারা ‘ কোথাকার অধিবাসী ?

(A) তিব্বত

(B) ভুটান

(C) ফিলিপিন্স

(D) মায়ানমার

 

  1. বর্তমানে আমাদের সৌরজগতে (Solar System) শীতলতম গ্রহ (coldest planet) কোনটি ?

(A) বৃহস্পতি (Jupiter)

(B) প্লুটো (Pluto)

(C) বুধ (Mercury)

(D) নেপচুন (Neptune)

 


Sponsored

 

WBP Constable Prelim Question – 2016

  1. ঝুম‘ কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয় ?

(A) উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন

(B) উত্তরপূর্ব ভারতের কৃষি কাজ

(C) উত্তরপূর্ব ভারতের উপজাতীয় দেবী

(D) উত্তরপূর্ব ভারতের প্রচলিত নাচ

 

  1. পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজান :

 (i) বর্ধমান

 (ii) বাঁকুড়া

 (iii) বীরভূম

 (iv) হাওড়া

(A) (ii), (iii), (i), (iv)

(B) (i), (iii), (ii), (iv)

(C) (iii), (i), (ii), (iv)

(D) (i), (ii), (iii), (iv)

 

  1. সবচেয়ে বেশী জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো :

(As on June 2024)

(A) পশ্চিমবঙ্গ

(B) বিহার

(C) উত্তরপ্রদেশ

(D) মহারাষ্ট্র

 

 

 

WBP Constable Prelim Question – 2015

  1. 2011 জনগণনা /আদমসুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত ?

(A) 880

(B) 970

(C) 910

(D) 940

 

  1. নিমলিখিত কারণে পশ্চিমবঙ্গে ‘Project Sabujayan-2015‘ চালু হয়েছিল :

(A) কৃষিজাত কীটপতঙ্গ নিয়ন্ত্রণে

(B) ভূমিক্ষয়ে রোধে

(C) আর্সেনিক দূষণ রোধে

(D) মফসসল উন্নয়নে

 

  1. ককর্টক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে :

(A) কুচবিহার

(B) মালদহ

(C) নদিয়া

(D) দক্ষিণ ২৪ পরগণা

 

  1. ভারতবর্ষের ‘হোয়াইট রেবলিউশন‘ -এর জনক কে ?

(A) ডঃ হীরালাল চৌধুরী

(B) ডঃ ভার্গিস কুরিয়েন

(C) নর্মন বরলাগ

(D) উপরের কোনোটিই নয়

 

 

You cannot copy content of this page

Home
Search
Mock Tests
Menu
×