Geography – WB Police Constable Prelim Previous Year Question Paper
Contents
Geography – WB Police Constable Prelim Previous Year
WBP Constable Prelim Question – 2019
8. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
(A) সিন্ধু (Indus)
(B) গঙ্গা
(C) হোয়াং হো
(D) ইয়াংজে
14. নীচের কোনটিকে ‘বাদামী কয়লা (brown coal)’ বলে ?
(A) অ্যানথ্রাসাইট
(B) লিগনাইট
(C) কোক
(D) বিটুমিনাস
29. ব্যারোমিটারের পাঠ (reading) হঠাৎ কমে গেলে, আবহওয়ার (weather) কী পরিবর্তন হবে ?
(A) খুব গরম হবে
(B) অন্তত 48 ঘণ্টা অবিরাম বৃষ্টি হবে
(C) ঠান্ডা হবে
(D) খুব ঝড় হবে
30. নীচের কোনটি যমজ শহর (twin city) নয় ?
(A) হায়দ্রাবাদ — সেকেন্দ্রাবাদ
(B) দিল্লী — নিউদিল্লী
(C) কলকাতা — হাওড়া
(D) দুর্গাপুর — আসানসোল
42. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় ?
(A) 22 শে ডিসেম্বর
(B) 4 ঠা জানুয়ারি
(C) 22 শে সেপ্টেম্বর
(D) 21 শে জুন
55. ‘কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)’ ভারতের নীচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?
(A) পশ্চিমবঙ্গ
(B) উত্তর প্রদেশ
(C) মিজোরাম
(D) গুজরাত
100. ‘বন্দীপুর‘ অভয়ারণ্য (Sanctuary) কোথায় অবস্থিত ?
(A) গুজরাট
(B) রাজস্থান
(C) উড়িষা
(D) কর্ণাটক
WBP Constable Prelim Question – 2018
(A) বিন্ধ্য
(B) আরাবল্লী
(C) নীলগিরি
(D) হিমালয়
- কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক (state-symbol) ?
(A) কাঠবিড়ালী (Squirrel)
(B) একশৃঙ্গ গন্ডার (One-horned Rhino)
(C) চড়ুইপাখি (House Sparrow)
(D) মেছো বিড়াল (Fishing Cat)
- একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখা (International Date Line) -কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন শে
(A) অর্ধেক দিন এগিয়ে যায় ।
(B) অর্ধেক দিন পিছিয়ে যায় ।
(C) একদিন এগিয়ে যায় ।
(D) একদিন পিছিয়ে যায় ।
- ‘ ক্রোয়েশিয়া ‘র রাজধানী কী ?
(A) হেলসিঙ্কি
(B) লা পাজ
(C) জাগ্রেব
(D) তিরানা
- ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র (Permanent Research Station) ‘ দক্ষিণ গঙ্গোত্রী ‘ কোথায় অবস্থিত ?
(A) অ্যান্টার্কটিকা
(B) আরব সাগর (Arabian Sea)
(C) হিমালয়
(D) ভারত মহাসাগর (Indian Ocean)
- 38 তম প্যারালাল (38th parallel) বিভক্ত করে
(A) ভারত ও পাকিস্তান
(B) ভারত ও নেপাল
(C) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
(D) ভিয়েতনাম ও কামপুচইয়া
- ‘ রোহিঙ্গারা ‘ কোথাকার অধিবাসী ?
(A) তিব্বত
(B) ভুটান
(C) ফিলিপিন্স
(D) মায়ানমার
- বর্তমানে আমাদের সৌরজগতে (Solar System) শীতলতম গ্রহ (coldest planet) কোনটি ?
(A) বৃহস্পতি (Jupiter)
(B) প্লুটো (Pluto)
(C) বুধ (Mercury)
(D) নেপচুন (Neptune)
WBP Constable Prelim Question – 2016
- ‘ঝুম‘ কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয় ?
(A) উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন
(B) উত্তরপূর্ব ভারতের কৃষি কাজ
(C) উত্তরপূর্ব ভারতের উপজাতীয় দেবী
(D) উত্তরপূর্ব ভারতের প্রচলিত নাচ
- পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজান :
(i) বর্ধমান
(ii) বাঁকুড়া
(iii) বীরভূম
(iv) হাওড়া
(A) (ii), (iii), (i), (iv)
(B) (i), (iii), (ii), (iv)
(C) (iii), (i), (ii), (iv)
(D) (i), (ii), (iii), (iv)
- সবচেয়ে বেশী জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো :
(As on June 2024)
(A) পশ্চিমবঙ্গ
(B) বিহার
(C) উত্তরপ্রদেশ
(D) মহারাষ্ট্র
WBP Constable Prelim Question – 2015
- 2011 জনগণনা /আদমসুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত ?
(A) 880
(B) 970
(C) 910
(D) 940
- নিমলিখিত কারণে পশ্চিমবঙ্গে ‘Project Sabujayan-2015‘ চালু হয়েছিল :
(A) কৃষিজাত কীটপতঙ্গ নিয়ন্ত্রণে
(B) ভূমিক্ষয়ে রোধে
(C) আর্সেনিক দূষণ রোধে
(D) মফসসল উন্নয়নে
- ককর্টক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে :
(A) কুচবিহার
(B) মালদহ
(C) নদিয়া
(D) দক্ষিণ ২৪ পরগণা
- ভারতবর্ষের ‘হোয়াইট রেবলিউশন‘ -এর জনক কে ?
(A) ডঃ হীরালাল চৌধুরী
(B) ডঃ ভার্গিস কুরিয়েন
(C) নর্মন বরলাগ
(D) উপরের কোনোটিই নয়