জীববিজ্ঞান ও পরিবেশবিজ্ঞান – WBCS Preliminary Question Paper

 

জীববিজ্ঞান ও পরিবেশবিজ্ঞান - WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

122. গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে, তা হল

(A) বায়ুমণ্ডল       

(B) ক্লোরোফিল         

(C) মাটি      

(D) আলো

 

140. তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয় ?

(A) শিলা      

(B) মিনার      

(C) মাটি       

(D) জীবাশ্ম

 

141. জীবাশ্ম দাহ করলে কোন greenhouse গ্যাস নির্গত হয় ?

(A) কার্বন ডাইঅক্সাইড       

(B) মিথেন       

(C) ওজোন       

(D) নাইট্রাস অক্সাইড

 

155. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে ?

(A) লাল রক্তকণিকা      

(B) সাদা রক্তকণিকা      

(C) ভিটামিন B12      

(D) ভিটামিন E

 

189. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয়

(A) ফুসফুসের রোগ      

(B) অন্ত্রের সংক্রমণ       

(C) ফ্লুরোসিস      

(D) রিকেট

 

 

 

 

WBCS Preliminary Question – 2019

128. মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল

(A) 12 জোড়া      

(B) 31 জোড়া      

(C) 31     

(D) 12

 

146. ECG লিপিবদ্ধ করে

(A) হার্টবীট (হৃদস্পন্দন) এর হার      

(B) বিভব পার্থক্য     

(C) ভেন্টিকুলার ঘনত্ব     

(D) পাম্প করা রক্তের আয়তন

 

147. ‘বায়োগ্যাসেরউপাদানগুলি

(A) কার্বন মনোক্সাইড, মিথেন হাইড্রোজেন

(B) কার্বন ডাই অক্সাইড, মিথেন হাইড্রোজেন

(C) কার্বন মনোক্সাইড, ইথেন হাইড্রোজেন

(D) কার্বন ডাই অক্সাইড, ইথেন হাইড্রোজেন

 

148. শব্দদূষণ হয়, শব্দের (গোলমাল) মাত্রা যদি বেশি হয়

(A) 70-75 dB –এর      

(B) 50-60 dB –এর       

(C) 80-99 dB –এর      

(D) 40-65 dB –এর

 

149. কোন ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ একি

(A) অ্যালকোহলের উপাদান অপসারিত করে

(B) বাড়তি গ্লাইকন সঞ্চয় করে

(C) বেশি উদ্দীপিত করে যকৃৎ থেকে বেশি পাচক রস নির্গত করে

(D) বেশি ফ্যাট সঞ্চয় করে

 

 

 

WBCS Preliminary Question – 2018

57. অপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন

(A) আমেদাবাদের সরলা বেন

(B) রাজকোটের মিরা বেন

(C) সিরসির পাণ্ডুরাও হেগড়ে

(D) কৌসনির সুন্দরলাল বহুগুণা

 

62. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ____ দিন ।

(A) 60        

(B) 120       

(C) 180      

(D) 240

 

70. পেশি ক্লান্তির জন্য দায়ী

(A) কার্বনডাইঅক্সাইড     

(B) ক্রিয়েটিনিন       

(C) ল্যাকটিক অ্যাসিড       

(D) ইথাইল অ্যালকোহল

 

84. মানুষের দুধদাঁতের সংখ্যা

(A) 28      

(B) 29       

(C) 20      

(D) 12

 

94. 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ?

(A) 40 ml      

(B) 10 ml      

(C) 20 ml      

(D) 30 ml

 

99. নীচের কোনটি তিমির প্রধান স্বাসঅঙ্গ হিসাবে কাজ করে ?

(A) বহিরাবরণ       

(B) ফুলকা       

(C) ফুলকা     

(D) শ্বাসনালী

 

149. ভিটামিন D –এর অভাবে কী রোগ হয়

(A) রাতকানা       

(B) রিকেট       

(C) স্কার্ভি      

(D) চুল উঠে যাওয়া

 

 

 

WBCS Preliminary Question – 2017

42. পরিবর্তিত মৃদগত কান্ডের উদাহরণ

(A) গাজর       

(B) আলু      

(C) চিনে বাদাম     

(D) শালগম

 

57. স্টকহোম কনফারেন্সের প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে —

(A) 1972 সালে      

(B) 1980 সালে      

(C) 1985 সালে      

(D) 1990 সালে

 

83. সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়

(A) শৈবাল       

(B) ছত্রাক      

(C) লাইকেন       

(D) গুপ্তবীজী

 

85. বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন

(A) চার্লস ডারউইন       

(B) গ্রেগর জোহান মেন্ডেল     

(C) হারমান মুলার      

(D) টি  এইচ মরগ্যান 

 

118. ব্যাকটেরিওফাজ কি ?

(A) একটি ভাইরাস     

(B) কৃত্তিম পুষ্টি মাধ্যমে বেড়ে ওঠা ব্যাকটেরিয়াম   

(C) রোগ সৃষ্টিকারী ছত্রাক     

(D) ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া

 

119. মিয়োসিসএর সময় ক্রসিং ওভার হয় এই দশায় / উপদশায়

(A) লেপ্টোটিন     

(B) অ্যানাফেজ -1      

(C) প্যাকিটিন     

(D) ডায়াকাইনেসিস 

 

147. প্রাচীন সংবহন কলাতন্ত্রবিশিষ্ট (vascular) উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল

(A) প্রোটোস্টিলি      

(B) সাইফোনোস্টিলি       

(C) ডিক্টিওস্টিলি     

(D) অ্যাটাক্টোস্টিলি    

 

165. দেহকোষেবার বডিপাওয়া যায় না —

(A) ক্লাইনফেল্টার X সিন্ড্রোম ব্যক্তিতে 

(B) ট্রিপল X সিন্ড্রোম ব্যক্তিতে 

(C) টার্নার সিন্ড্রোম ব্যক্তিতে 

(D) মানুষের চেয়ে নিম্ন স্তরের স্তন্যপায়ী প্রাণীর স্ত্রীদেহে  

 

166. নেকটন হলো —

(A) জলে ভাসমান জীব     

(B) জলে সন্তরণশীল জীব     

(C) জলজ উদ্ভিদের সঙ্গে সংবদ্ধ প্রাণী     

(D) জলে নিমজ্জমান উদ্ভিদ  

 

167.  নিম্নলিখিত কোন প্রাণীর ফাইলাম সব চাইতে পরের আবিষ্কার ?

(A) পোগোনোফ়োরা     

(B) কাইনোরিঙ্কা       

(C) লরিসিফেরা     

(D) টিনোফেরা

 

187. একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হলো

(A) টালপা       

(B)  এচিদনাস      

(C) টেরোপাস     

(D) লেমুর 

 

 

 

WBCS Preliminary Question – 2016

70. কম্পিটিটিভ এক্সক্লুশন (Competitive Exclusion) নীতি অনুযায়ী দুইটি প্রজাতি অনেক দিন ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না ?

(A) বায়োম (Biome)      

(B) হ্যাবিট্যাট (Habitat)     

(C) টেরিটরি (Territory)       

(D) নিচ (Niche)

 

74. ইনসুলিনের লক্ষ্য কলা হলো —

(A) লোহিত রক্ত কণিকা       

(B) বৃক্ক কলা কোষ       

(C) ক্ষুদ্রান্তের কলাকোষ      

(D) উপরের কোনোটিই নয়

 

78. গ্রাব কিসের লার্ভা  ?

(A) পতঙ্গ      

(B)  ক্রাসটেশিয়া (Crustacea)      

(C) বীটল (Beetle)      

(D) স্পঞ্জ

 

82. ডারউইন ওয়ালেশ দুজনেই অনুপ্রাণিত হন কার লেখা “An Essay on the Principles of Population” বইটি পাঠ করে ?

(A) ইরাসমাস       

(B) ম্যালথাস       

(C) ভলটেরা       

(D) ল্যামার্ক

 

87. যে পেশীকে ইচ্ছামত পরিচালনা করা যায়

(A) সরেক ঐচ্ছিক     

(B)  সরেক অনৈছিক    

(C)  অরেক ঐচ্ছিক     

(D) অরেক অনৈচ্ছিক

 

92. Carcinoma নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে তা হলো

(A) আবরণী কলা       

(B) যোগ কলা       

(C) পেশী কলা     

(D) স্নায়ু কলা

 

97. স্পিন্ডল তন্তু তৈরি হয়

(A) Flagellin      

(B) Tubulion      

(C)  Cellulose      

(D) Chitin

 

100. Globule ( গ্লোবিউল ) Nucule ( নিকিউল ) পাওয়া যায়

(A) Ocidoginium      

(B) Rhizopus     

(C) Calamites     

(D) Chara

 

104. একটি অন্তপরজীবী (endobiotic) ছত্রাক হলো

(A) Agaricus     

(B) Morchella      

(C) Synchytrium      

(D) Polyporus

 

108. ‘গাইনোবেসিক স্টাইল‘ (Gynobasic Style) পাওয়া যায়

(A) Mawaceae তে     

(B) Solaneceae তে       

(C) Labiatae তে     

(D) Orchidaceae তে

 

114. একটি বিশুদ্ধ লাল ফুল বহনকারী গাছের সাথে একটি বিশুদ্ধ সাদা ফুল বহনকারী গাছের সংকর ঘটানো হলে F1 অপত্য জনুতে সব ফুল গোলাপী রংএর হলো এই ঘটনাকে বলা হবে

(A) Pseudo dominance     

(B) Dominance      

(C) Epistasis      

(D) Co-dominance

 

118. একটি হ্রস্বদিবা উদ্ভিদএর দিবা দৈর্ঘ্য সন্ধিক্ষণ 14 ঘন্টা এই উদ্ভিদে ফুল ফুটবে যখন দিবা দীর্ঘ হবে —

(A) 15 ঘন্টা     

(B) 18 ঘন্টা      

(C) 12 ঘন্টা      

(D) 16 ঘন্টা

 

123. ক্লোরোফিলে কোন ধাতু আছে  ?

(A) লোহা      

(B) দস্তা     

(C) অ্যালুমিনিয়াম       

(D) ম্যাগনেশিয়াম

 

138. ওজোন স্তরের ক্ষয়ের জন্য নীচের কোনটি দায়ী  ?

(A) কার্বন মনোক্সাইড     

(B) কার্বন ডাইঅক্সাইড     

(C) ক্লোরোফ্লুয়োরো কার্বন     

(D) মারকিউরিক অক্সাইড

 

 

 

 

 

Home
Search
Mock Tests
Menu
×