ভারতের অর্থনৈতিক ভূগোল – WBCS Preliminary Question Paper

 

ভারতের অর্থনৈতিক ভূগোল - WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

  1. বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হল

(A) ভারত      

(B) আমেরিকা যুক্তরাষ্ট্র     

(C) চিন      

(D) অস্ট্রেলিয়া

 

  1. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

(A) মধ্যপ্রদেশ      

(B) কর্ণাটক        

(C) অন্ধপ্রদেশ      

(D) মহারাষ্ট্র

 

  1. বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে ?

(A) বনস      

(B) চম্বল        

(C) শতদ্রু       

(D) যমুনা

 

  1. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?

(A) তেলেঙ্গানা      

(B) কেরল       

(C) জম্মু কাশ্মীর       

(D) অন্ধ্রপ্রদেশ

 

  1. গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত ?

(A) ওখা        

(B) আলাঙ      

(C) কান্দালা       

(D) বেড়াভাল

 

  1. ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল

(A) বিহার       

(B) অন্ধপ্রদেশ       

(C) উত্তরপ্রদেশ      

(D) তামিলনাড়ু

 

  1. জাতীয় জলবিদ্যুৎ প্রকল্পের reference সহ নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন :

1. এটি বিশ্বব্যাঙ্কের সহায়তায় 2016 সালে চালু হয়েছিল ।

2. এটি জাতীয় জলাতথ্যকেন্দ্র স্থাপনের ব্যবস্থা করে ।

3. উদ্দেশ্যটি হল জনসম্পদ তথ্যের ব্যাপ্তি, গুণগত মান এবং অভিগম্যতা উন্নতি করে করা ।

   উপরোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি /কোনগুলি সঠিক ?

(A) কেবলমাত্র 1 এবং 2     

(B) কেবলমত্র 2 এবং 3      

(C) 1, 2 এবং 3      

(D) উপরের কোনোটিই নয়

 

  1. সর্বশেষ Census of Indian Population (জনগণনা) হয়েছিল

(A) 1991       

(B) 2001       

(C) 2011      

(D) 2019

 

  1. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে ?

(A) মাদ্রাজ        

(B) থাঞ্জাভুর       

(C) কন্যাকুমারী        

(D) করমন্ডল উপকূল

 

  1. কাঁকরাপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত ?

(A) কোটা      

(B) কালপক্কম        

(C) সুরাট       

(D) মুম্বাই

 

 

 

WBCS Preliminary Question – 2019

  1. তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে

(2nd June 2014)

(A) 1লা  জুন, 2013     

(B) 1লা  জুন, 2014     

(C) 1লা  জুন, 2015    

(D) 1লা  জুন, 2016

 

  1. জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ?

(A) 0-5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

(B) 6-15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

(C) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

(D) 65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

 

 

 

WBCS Preliminary Question – 2018

  1. আগ্রা দিয়ে কলকাতা-মুম্বই জাতীয় সড়ক এই নামে পরিচিত :

(A) NH-5      

(B) NH-8       

(C) NH-3      

(D) NH-6

 

  1. ভারতের _______ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত ।

(A) বিহার       

(B) ওডিশা      

(C) কর্ণাটক      

(D) রাজস্থান

 

  1. ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে :

(A) পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত

(B) কাশ্মীর উপত্যকা

(C) উত্তর কাশ্মীর সমভূমি

(D) পুঞ্চ

 

  1. নিউ দিল্লিতে ‘Ring Road’ -এর গুরুত্ব :

(A) শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা

(B) ভারী যানবাহনকে শহরের কেন্দ্রে ঢুকতে হয় না

(C) (A) (B) দুটিই

(D) উপরের কোনোটিই নয়

 

 

 

WBCS Preliminary Question – 2017

  1. কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলো —

(A) কার্পাস     

(B) তৈলবীজ     

(C) ইক্ষু বা আখ     

(D) তামাক

 

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে ?

(A) চেন্নাই      

(B) বিশাখাপত্তনম      

(C) হলদিয়া      

(D) নব তুতিকোরিন

 

  1. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —

(A) কার্পাস বয়নশিল্প      

(B) সার     

(C) লৌহইস্পাত     

(D)  অ্যালুমিনিয়াম  

 

  1. এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো—

(A) মুম্বাই      

(B) দিল্লি     

(C) কলকাতা      

(D) চেন্নাই  

 

  1. পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো —

(A) কাবেরী       

(B) পেন্নার       

(C) কৃষ্ণ      

(D) গোদাবরী  

 

  1. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো—

(A) সুর্মা উপত্যকা       

(B) দিগবয়     

(C) রুদ্রসাগর       

(D) নাহোরকাটিয়া  

 

 

 

WBCS Preliminary Question – 2016

  1. নীচের কোনটি রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে ?

(A) ত্রিপুরা       

(B) মেঘালয়       

(C) নাগাল্যান্ড      

(D) মিজোরাম

 

  1. আদমসুমারি 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ন যে রাজ্যটিতে —

(A) মহারাষ্ট্র      

(B) গোয়া     

(C) তামিলনাড়ু      

(D) কেরালা 

 

  1. আদমসুমারি 2011 অনুযায়ী নীচের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন ?

(A) জম্মু এবং কাশ্মীর     

(B) বিহার      

(C) অরুণাচলপ্রদেশ     

(D) মণিপুর

 

  1. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো —

(A) গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা 

(B) হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম

(C) মার্মাগাঁও ডক, মুম্বাই

(D) কোচিন শিপইয়ার্ড, কোচি

 

  1. ভারতের কোন রাজ্যে Tank irrigation -এর শতকরা হার সর্বাধিক ?

(A) তামিলনাড়ু      

(B) পশ্চিমবঙ্গ      

(C) কেরালা      

(D) কর্ণাটক

 

  1. নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, কারণ —

(A) ইনসারজেন্সি (Insurgency)     

(B) স্থানান্তর কৃষি     

(C) নগরায়ন      

(D) দ্রুত জনসংখ্যা বৃদ্ধি

 

  1. ভারতের যেখানে জোয়ার শক্তি (Tidal Power) উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে —

(A) মালাবার উপকূল       

(B) কোঙ্কন উপকূল       

(C) গুজরাট উপকূল     

(D) করমন্ডল উপকূল

 

 

 

 

 

Home
Search
Mock Tests
Menu
×