আধুনিক ভারতের ইতিহাস – 1857-র আগে – WBCS Preliminary Question Paper

 

আধুনিক ভারত 1857 এর আগে - ইতিহাস - WBCS Preliminary Question Paper

 

WBCS Preliminary Question – 2020

30. ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি (কুঠী) নির্মাণ করেন ?

(A) বোম্বে        

(B) সুরাট       

(C) সুতানুটি       

(D) মাদ্রাজ

 

47. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয় ?

(A) 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন

(B) 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন

(C) 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন

(D) 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন

 

72. কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় ?

(A) 1818        

(B) 1821      

(C) 1819       

(D) 1823

 

118. কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন ?

(A) দেবেন্দ্রনাথ ঠাকুর  

(B) রামমোহন রায়

(C) কেশবচন্দ্র সেন 

(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 

127. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?

(A) 1800 খ্রিস্টাব্দ       

(B) 1817 খ্রিস্টাব্দ.    

(C) 1855 খ্রিস্টাব্দ      

(D) 1857 খ্রিস্টাব্দ

 

135. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয় ?

(A) লর্ড ওয়েলেসলী     

(B) লর্ড কর্নওয়ালিশ     

(C) লর্ড ক্যানিং        

(D) লর্ড ডালহৌসী

 

142. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?

(A) মেকলে মিনিট      

(B) হান্টার কমিশন     

(C) চার্টার অ্যাক্ট     

(D) উডস ডেসপ্যাচ 

 

146. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

(A) লর্ড বেন্টিঙ্ক       

(B) লর্ড হেস্টিংস      

(C) লর্ড ডালহৌসী      

(D) লর্ড ক্যানিং

 

147. শ্রীরঙ্গপত্তমেস্বাধীনতা বৃক্ষস্থাপন করেছিলেন

(A) হায়দার আলি       

(B) টিপু সুলতান      

(C) চিন কিলিচ খান      

(D) মুর্শিদকুলি খান

 

173. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন ?

(A) বাল গঙ্গাধর তিলক       

(B) রাজা রামমোহন রায়       

(C) জে. . হিকি       

(D) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

 

193. ‘খেরওয়ারী হুলবলতে কী বোঝাতো ?

(A) চুয়াড় বিদ্রোহ       

(B) পাইক বিদ্রোহ       

(C) সাঁওতাল বিদ্রোহ       

(D) নীল বিদ্রোহ

 

 

 

WBCS Preliminary Question – 2019

57. কর্ণাটকের যুদ্ধ হয়েছিল

(A) ফরাসী ইস্ট ইন্ডিয়া কোং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোংএর মধ্যে

(B) ফরাসী ইস্ট ইন্ডিয়া কোং ডাচ ইস্ট ইন্ডিয়া কোংএর মধ্যে

(C) ডাচ ইস্ট ইন্ডিয়া কোং পর্তুগীজদের মধ্যে

(D) ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোং ডাচ (ওলন্দাজ) –দের মধ্যে

 

60. 1857 – মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন

(A) তাঁতিয়া টোপি      

(B) রানী লক্ষ্মীবাঈ       

(C) নানাসাহেব      

(D) কুনওয়ার সিং 

 

61. ‘এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলপ্রতিষ্ঠা করেন

(A) সি এফ এন্ড্রুজ     

(B) রাজা রামমোহন রায়      

(C) স্যার উইলিয়াম জোন্স     

(D) উইলিয়াম মার্শাল

 

66. বক্সারের যুদ্ধ ঘটে

(A) 1762 খ্রিস্টাব্দে      

(B) 1764 খ্রিস্টাব্দে       

(C) 1768 খ্রিস্টাব্দে    

(D) 1772 খ্রিস্টাব্দে

 

67. কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন ?

(A) আকবর       

(B) জাহাঙ্গীর      

(C) শাহজাহান      

(D) ঔরংজেব

 

68. ভাস্কোদাগামা কবে ভারতে পদার্পণ করেন ?

(A) 1498 খ্রিস্টাব্দে      

(B) 1409 খ্রিস্টাব্দে      

(C) 1496 খ্রিস্টাব্দে      

(D) 1492 খ্রিস্টাব্দে

 

196. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয় ?

(A) পলাশীর যুদ্ধ, 1757

(B) বক্সারের যুদ্ধ, 1764

(C) তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92

(D) চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799

 

 

 

WBCS Preliminary Question – 2018

41. নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসীদের সাথে যুক্ত ছিলেন ?

(A) হায়দার আলি     

(B) সফদার জঙ্গ       

(C) মীর কাসিম      

(D) টিপু সুলতান

 

61. 1857 –  বিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন 

(A) বাহাদুর শাহ      

(B) লিয়াকৎ আলি       

(C) নানাসাহেব       

(D) বেগম হজরৎ মহল

 

64. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন ?

(A) লর্ড কর্ণওয়ালিশ       

(B) লর্ড ডালহৌসি      

(C) লর্ড হার্ডিঞ্জ      

(D) লর্ড হেস্টিংস

 

68. বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল ?

(A) ফরাসি      

(B) ওলন্দাজ        

(C) পোর্তুগিজ     

(D) ইংরেজ

 

76. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন ?

(A) মীর কাশিম      

(B) মীরজাফর       

(C) নিজামউদদ্দৌলা      

(D) সুজাউদদৌলা

 

85. কেহিন্দু প্যাট্রিয়ট‘ –এর সম্পাদক ?

(A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী      

(B) মোতিলাল ঘোষ     

(C) শিশির কুমার ঘোষ       

(D) হরিশচন্দ্র মুখার্জী

 

 

 

WBCS Preliminary Question – 2017

120. রামমোহন রায়কেরাজাউপাধি প্রদান করেন মুঘল সম্রাট

(A) জাহান্দার শাহ     

(B) মহম্মদ শাহ      

(C) দ্বিতীয় আকবর      

(D) বাহাদুর শাহ জাফর

 

128. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

(A) উইলিয়াম বেন্টিঙ্ক     

(B) লর্ড কর্নওয়ালিস       

(C) লর্ড ক্যানিং      

(D) লর্ড ডালহৌসি  

 

159. ‘সতীপ্রথা আইন নিষিদ্ধ করার বছর ছিল

(A) 1795      

(B) 1800      

(C) 1829      

(D) 1858  

 

174. ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে, সেটি ছিল

(A) অযোধ্যা        

(B) কাশ্মীর       

(C) ত্রিবাঙ্কুর      

(D) মহীশূর  

 

 

 

WBCS Preliminary Question – 2016

55. ডেভিড হেয়ার আলেকজান্ডার ডাফএর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ?

(A) এইচ এল ভি ডিরোজিও     

(B) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর      

(C) কেশবচন্দ্র সেন     

(D) রাজা রামমোহন রায়

 

159. কেবারভাইস সভাসংগঠিত করেছিলেন  ?

(A) মাধব রাও নারায়ণ     

(B) দ্বিতীয় বাজীরাও     

(C) মহাদাজী সিন্ধিয়া      

(D) নানা ফড়নবিশ

 

181. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে  ?

(A) লর্ড ওয়েলেসলি      

(B) লর্ড কর্ণওয়ালিস      

(C) লড ডালহৌসি      

(D) জন শোর

 

186. রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন  ?

(A) সুকারচাকিয়া মিসল     

(B) ভেঙ্গি মিসল     

(C) কানহেয়া মিসল     

(D) গোবিন্দ মিসল

 

194. কোন গভর্নরজেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস (I.C.S) প্রবর্তিত হয়েছিল  ?

(A) লড ডালহৌসি      

(B) লর্ড কার্জন     

(C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক      

(D) লর্ড কর্ণওয়ালিশ

 

195. 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল ?

(A) গোয়া      

(B) সুরাট       

(C) কালিকট      

(D) মাদ্রাজ

 

 

 

 

Home
Search
Mock Tests
Menu
×